কলকাতা: কালীপুজো-ভাইফোঁটা মিটলেই একশো দিনের কাজের টাকার দাবিতে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকালই ঘোষণা করেছেন ১৬ নভেম্বর নেতাজি ইনডোরে (Netaji Indoor Stadium) বৈঠক হবে। সেখানে পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদের প্রতিনিধিদের পাশাপাশি দলের সব সাংসদ-বিধায়কের থাকবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে ওই দিনই আবার বিশ্বকাপের (ICC World Cup) দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে। সেই কারণে নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকের দিনক্ষণ বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, একইদিনে বিশ্বকাপের সেমিফাইনাল পড়ে যাওয়ায়, এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে নেতাজি ইন্ডোরের সভা। ১৬ নভেম্বরের পরিবর্তে ২৩ নভেম্বর নেতাজি ইনডোরে এই সভা আয়োজিত হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।
The Hon’ble Chief Minister of West Bengal & Hon’ble Chairperson of All India Trinamool Congress, Smt @MamataOfficial , announced on 1st November 2023 that a meeting will be held on 16th November 2023 at Netaji Indoor Stadium. However, owing to the World Cup semi-finals that falls…
— All India Trinamool Congress (@AITCofficial) November 2, 2023
বিশ্বকাপ সেমিফাইনালের জন্য মুখ্যমন্ত্রীর বৈঠক পিছিয়ে যাওয়ার কথা আজই সন্ধেয় এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। সঙ্গে আরও বলা হয়েছে, “বাংলার মানুষের দাবি-দাওয়া আদায়ের জন্য লড়াই জারি থাকবে। যতক্ষণ পর্যন্ত তা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বাংলার শ্রমিকদের প্রাপ্য টাকা মিটিয়ে দিচ্ছে, ততক্ষণ আমরা থামব না।”
উল্লেখ্য, বাংলার ‘বঞ্চিতদের’ একশো দিনের কাজের টাকা ও আবাসের টাকার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। গত মাসে দিল্লিতে গিয়েই তৃণমূলের প্রতিনিধিদল প্রতিবাদ জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নেতাজি ইনডোর স্টেডিয়ামের এই বৈঠক থেকেই আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।