দিদিকে দেখতে যাবেন দাদা

এ দিন ইডেন থেকে বেরোনর সময় মমতাকে (Mamata Banerjee) তিনি দেখতে যাবেন বলে জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly)।

দিদিকে দেখতে যাবেন দাদা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 2:11 AM

কলকাতা: আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখতে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার বিসিসিআই সভাপতি জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে দেখতে যাবেন। যদিও কবে এবং কখন তিনি মুখ্যমন্ত্রীকে দেখতে যাবেন তা খোলসা করেননি মহারাজ। এ দিন ইডেন থেকে বেরোনর সময় মমতাকে তিনি দেখতে যাবেন বলে জানান সৌরভ।

সৌরভ নিজে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাঁকে দেখতে ছুটে গিয়েছিলেন মমতা। পালটা সৌজন্য দেখানোর ক্ষেত্রে সৌরভও যে পিছিয়ে থাকবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, ‘শি উইল বি ফাইন’। যদিও সৌরভ এসএসকেএম হাসপাতালে দেখা করতে যাবেন নাকি তাঁর কালীঘাটের বাড়িতে যাবেন সেটা সাফ করেননি। বেহালার বাঁ-হাতি জানান, “আমি ওনাকে দেখতে যাব। উনি ঠিক হয়ে যাবেন, শি উইল বি ফাইন।”

অন্যদিকে, মুখ্যমন্ত্রী আগামিকালই এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন বলে জানা যাচ্ছে। ১৩ মার্চ থেকে আবার অসুস্থ শরীরেই প্রচারে নামতে চলেছেন নেত্রী। ফলে এক-দুদিনের মধ্যেই দাদা মুখ্যমন্ত্রীকে দেখতে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়, বামেদের ইস্তেহারে গুচ্ছ চমক

মুখ্যমন্ত্রীর সঙ্গে মহারাজের দীর্ঘ দিনের সম্পর্ক অজানা নয়। সৌরভকে নিয়ে রাজনৈতিক চর্চা যতই হোক না কেন, তার প্রভাব যে দাদা ও দিদির অভ্যন্তরীণ সমীকরণে পড়েনি সেটা পরিষ্কার। রাজনৈতিক মহলে জল্পনার মাঝেই সৌরভ আবার জানিয়ে দিয়েছেন, তিনি এখনই রাজনীতির ২২ গজে নামবেন না। ফলে সৌরভ ও মমতার সম্পর্কের রসায়নটা সংবাদ মাধ্যমের চোখে মধুর থেকেছে। বিশেষ করে সৌরভের শরীর খারাপ হওয়ার পর মমতা যেভাবে ছুটে গিয়েছিলেন, তা গোটা বাংলা তথা দেশই দেখেছে। সেই কারণে এ বার সৌরভ মমতাকে কবে দেখতে যাবেন সে দিকেই নজর গোটা রাজ্য়বাসীর।

আরও পড়ুন: পায়ে ব্যান্ডেজ বেঁধেই ব্যাক টু ব্যাক প্রচার, আগামি পরশু থেকে জেলা সফরে মমতা