Mamata-Modi Meet: রাজভবনে মোদীকে স্বাগত জানাবেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী, কাকে দায়িত্ব দিলেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Mar 01, 2024 | 3:36 PM

Mamata Banerjee- Narendra Modi: রাজ্যের একশো দিনের কাজের বকেয়া টাকার ইস্যুতে মমতার সরকার বার বার কেন্দ্রকে নিশানা করেছে। ধরনা হয়েছে, আন্দোলন হয়েছে। দিল্লিতে গিয়েও প্রতিবাদের সুর চড়ানো হয়েছে। প্রশাসনিক স্তরে একাধিক দফায় চিঠি চালাচালি হয়েছে। কিন্তু একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকার যে দাবি রাজ্য সরকার করছে, সেই সমাধান এখনও হয়নি।

Mamata-Modi Meet: রাজভবনে মোদীকে স্বাগত জানাবেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী, কাকে দায়িত্ব দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে আরামবাগের সভা শেষ করে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশাপাশি উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ রাজ্যের আরও বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বলে খবর।

উল্লেখ্য, রাজ্যের একশো দিনের কাজের বকেয়া টাকার ইস্যুতে মমতার সরকার বার বার কেন্দ্রকে নিশানা করেছে। ধরনা হয়েছে, আন্দোলন হয়েছে। দিল্লিতে গিয়েও প্রতিবাদের সুর চড়ানো হয়েছে। প্রশাসনিক স্তরে একাধিক দফায় চিঠি চালাচালি হয়েছে। কিন্তু একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকার যে দাবি রাজ্য সরকার করছে, সেই সমাধান এখনও হয়নি। কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কলকাতায় এসে মোদী সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়ে গিয়েছেন। বলেছেন, ‘টাকা কীভাবে দেব? আমার বাবার পয়সা নাকি? এটা দেশের করদাতাদের টাকা।’

এই আবহেই এবার রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভব্য সাক্ষাৎ ঘিরে যে চর্চা শুরু হয়েছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ-পর্বে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়। একশো দিনের কাজের টাকার ইস্যুতে রাজ্যের দাবি-দাওয়ার কোনও সমাধানসূত্র কি বেরিয়ে আসবে এদিনের সাক্ষাৎ থেকে? আপাতত সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

Next Article