Abhishek Banerjee: ভোটের মুখে ফের রাজ্যজুড়ে প্রচার অভিযানে নামছেন অভিষেক

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Feb 27, 2024 | 3:46 PM

TMC: ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। 'জমিদারি হঠাও, বাংলা বাঁচাও', এই স্লোগানকে সামনে রেখেও আন্দোলনের সুর চড়াতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সেই ইস্যুকে হাতিয়ার করেই এবার লোকসভা নির্বাচনের আগে প্রচার অভিযানে নামতে চলেছেন অভিষেক।

Abhishek Banerjee: ভোটের মুখে ফের রাজ্যজুড়ে প্রচার অভিযানে নামছেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নির্বাচনের মুখে আবারও রাজ্যজুড়ে প্রচার অভিযানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের পরই রাজ্য চষে ফেলবেন অভিষেক। দলীয় সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। অভিযানের অভিমুখ কীরকম থাকবে, সেই নীলনকশা তৈরি করা নিয়ে এই মুহূর্তে চরম ব্যস্ততা তৃণমূল শিবিরে। মাঝখানে তৃণমূলের অন্দরে প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে যখন চূড়ান্ত কাটাছেঁড়া চলছিল, সেই সময় ডায়মন্ড হারবারের সংসদীয় এলাকাতেই সীমাবদ্ধ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি। রাজনৈতিক মহল থেকে বার বার জানতে চাওয়া হচ্ছিল, তবে কি রাজ্যওয়াড়ি প্রচার অভিযানে নামবেন না অভিষেক? এই প্রশ্নের উত্তর হিসেবেই এবার তৃণমূল শিবির সূত্রে জানা যাচ্ছে, ১০ তারিখের ব্রিগেড সমাবেশের পরই রাজ্যওয়াড়ি প্রচার অভিযানে নামছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। ‘জমিদারি হঠাও, বাংলা বাঁচাও’, এই স্লোগানকে সামনে রেখেও আন্দোলনের সুর চড়াতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সেই ইস্যুকে হাতিয়ার করেই এবার লোকসভা নির্বাচনের আগে প্রচার অভিযানে নামতে চলেছেন অভিষেক। এর আগে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নামতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। রাজ্যব্যাপী টানা দু’মাস বিভিন্ন প্রান্তে ঘুরেছেন তিনি। ক্যাম্পে রাত কাটিয়েছেন। সেখানে মূলত কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগই হাতিয়ার ছিল অভিষেকের। সেই অভিযানের পর পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত সাফল্যও পেয়েছিল তৃণমূল।

এরপরই তৃণমূলের অন্দরে প্রবীণ-নবীন দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে চলে আসে। রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল, দুর্গাপুজোর পর ফের একবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হবে। কিন্তু তখন তা শুরু হয়নি। বরং প্রবীণ-নবীন দ্বন্দ্বের আবহে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রেই নিজের কর্মসূচিগুলিকে আবদ্ধ রাখছিলেন অভিষেক। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের কর্মিসভায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টারে ছিল। সেই নিয়েও যথেষ্ট জলঘোলা হয়েছিল।

এসব ঘটনা কাটিয়ে ব্রিগেডের কর্মসূচিকে সামনে রেখে অভিষেকের অফিস আবারও সক্রিয়। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে এই সক্রিয়তা আরও বাড়বে। ফের একবার রাজ্যব্যাপী অভিযানে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। আগামী ১০ মার্চের পরই এই কর্মসূচি শুরু হবে বলে জানা যাচ্ছে। তবে এবারও কি তিনি আবার টানা দিনের পর দিন বাড়ির বাইরে থেকে লোকসভার প্রচার অভিযান চালাবেন? সেক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যেহেতু তাঁর নিজের একটি লোকসভা কেন্দ্র রয়েছে, সেই জায়গা থেকে হয়ত টানা দু’মাস জেলায় জেলায় নাও থাকতে পারেন অভিষেক। সেক্ষেত্রে প্রতিদিনের যাতায়াত কিংবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গোটা রাজ্য ঘুরে এসে নিজের কেন্দ্রে প্রচার শুরু করতে পারেন। প্রচারের ধরন যাই হোক না কেন, ফের একবার দেড়-দু’মাস ধরে রাজ্যব্যাপী প্রচার অভিযানে নেমে সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি।

Next Article