Primary School: হাঁসফাঁস গরমে নাজেহাল, বেশ কিছু জেলায় সকালের দিকে এগোচ্ছে প্রাথমিকের ক্লাস

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Jun 16, 2023 | 11:25 PM

Primary School: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কেন্দ্রীয়ভাবে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে সংশ্লিষ্ট জেলাগুলির প্রাথমিক শিক্ষা সংসদ থেকে উদ্যোগী হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Primary School: হাঁসফাঁস গরমে নাজেহাল, বেশ কিছু জেলায় সকালের দিকে এগোচ্ছে প্রাথমিকের ক্লাস
প্রাথমিক স্কুলের পঠন-পাঠন

Follow Us

কলকাতা: উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও অস্বস্তিকর গরম (Summer in West Bengal)। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এখনও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি বজায় থাকছে। এই প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যে বেশ কয়েকটি জেলায় ছোটদের স্কুলের (Primary School) সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকে আগামিকাল থেকে সকালের দিকে স্কুল হবে। যদিও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কেন্দ্রীয়ভাবে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে সংশ্লিষ্ট জেলাগুলির প্রাথমিক শিক্ষা সংসদ থেকে উদ্যোগী হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও কলকাতার স্কুলগুলির ক্ষেত্রে এই ব্যবস্থা থাকছে না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। বড়রাই কাহিল হয়ে যাচ্ছে গরমে, সেখানে ছোটদের অবস্থা তো আরও খারাপ। এই রোদ্দুর আর গরমের মধ্যে যদি স্কুলে যেতে হয়, তাহলে ছোট ছোট পড়ুয়াদের শরীর খারাপের সম্ভাবনাও থাকে। এমন অবস্থায় সংশ্লিষ্ট জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতির কথা বিবেচনা করেই ক্লাস সকালের দিকে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, হাওয়া অফিসের যা পূর্বাভাস রয়েছে, তাতে ১৮ জুন (রবিবার) পর্যন্ত বাংলার ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তার মধ্যে বেশিরভাগই দক্ষিণবঙ্গের জেলা। দক্ষিণের ৯ জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের অনেকগুলি শহরেই আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। সেই তালিকায় রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, কলাইকুণ্ডা, আসানসোল ও শ্রীনিকেতন। পরিস্থিতির কথা বিবেচনা করে পড়ুয়াদের স্বার্থে বেশ কিছু জেলায় প্রাথমিকের পড়ুয়াদের ক্লাস সকালের দিকে এগিয়ে আনছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, এমন উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগেও রাজ্যে যখন তীব্র গরম পড়েছিল, তখনও স্কুলগুলির ক্লাসের সময় সকালের দিকে এগিয়ে আনা হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রচণ্ড গরমর সময়ে স্কুলগুলির গরমের ছুটি এগিয়ে আনার মতো পদক্ষেপও দেখা গিয়েছে।

Next Article