‘বঙ্গভঙ্গ’ নিয়ে বিজেপি সাংসদের ‘উস্কানি’, ‘বিচ্ছিন্নতাবাদীরা বিফল হবে’, মন্তব্য বিধানসভার অধ্যক্ষের
Biman Banerjee: সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা পৃথক উত্তরবঙ্গের দাবি তোলেন। তাঁর দাবি ছিল, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করা হোক।
!['বঙ্গভঙ্গ' নিয়ে বিজেপি সাংসদের 'উস্কানি', 'বিচ্ছিন্নতাবাদীরা বিফল হবে', মন্তব্য বিধানসভার অধ্যক্ষের 'বঙ্গভঙ্গ' নিয়ে বিজেপি সাংসদের 'উস্কানি', 'বিচ্ছিন্নতাবাদীরা বিফল হবে', মন্তব্য বিধানসভার অধ্যক্ষের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/07/biman.jpg?w=1280)
কলকাতা: ‘বঙ্গভঙ্গ’ বিতর্কে এবার মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। নেপালি কবি ভানু ভক্তের জন্মতিথিতে বিধানসভায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, যে বিচ্ছিন্নতাবাদী শক্তি পৃথক উত্তরবঙ্গের দাবি তুলছে, তারা বিফল হবে। অধ্যক্ষ যখন এই মন্তব্য করছেন, বিধানসভায় তখন তাঁর পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিষ্ণুপ্রসাদ শর্মারা।
কবি ভানু ভক্তের জন্মতিথি উপলক্ষে এক বক্তৃতায় বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ইদানিং আমরা লক্ষ্য করেছি অনেকে উত্তরবঙ্গকে পৃথক করার হাওয়া তুলেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের পশ্চিমবঙ্গকে যারা ভাগ করার চক্রান্ত করছে সেটা রাজ্য সরকার বরদাস্ত করবে না। বাংলায় যেমন পাহাড় আছে, তেমনই সমুদ্র আছে, জঙ্গল আছে, নদী আছে। এটাই পশ্চিমবঙ্গের বৈচিত্র্য। সুতরাং যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, আমার মনে হয় এ রাজ্যের মানুষ তাদের সে সম্মতি দেবেন না।” আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ হাইকোর্টের! নিহত বিজেপি নেতার ডিএনএ পরীক্ষার নির্দেশ
বিধানসভার অধ্যক্ষের নিশানায় যে বিজেপি, তা নিঃসন্দেহে অনুমেয় বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বিজেপির বক্তব্য কে কাকে কী ইঙ্গিত করে বলছে সেটা তাদের পক্ষে বলা সম্ভব নয়। তাই বিজেপি বিধায়করা এ নিয়ে কথাও বলতে চাননি। শুধু জানিয়েছেন, বঙ্গভঙ্গের চেষ্টার অভিযোগ ঘিরে যা বলার তা তাঁদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভার অন্দরে অধ্যক্ষ যখন এ ধরনের বিষয়ে মন্তব্য করছেন,নিঃসন্দেহে তা আলাদা তাৎপর্যের দাবিদার। আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে যাবতীয় মামলার শুনানি একযোগে, নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত, সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা পৃথক উত্তরবঙ্গের দাবি তোলেন। তাঁর দাবি ছিল, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করা হোক। না হলে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হোক। একজন বিজেপি বিধায়কের এই বক্তব্য নিঃসন্দেহে বড় বিতর্কের সৃষ্টি করে। এরই মধ্যে আবার রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তোলেন আর এক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়া, পুরুলিয়া- জঙ্গলমহল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি জানান সৌমিত্র। যদিও দিলীপ ঘোষ জানিয়েছিলেন, বিজেপি অখণ্ড বাংলার পক্ষে। বিজেপি সাংসদদের মন্তব্য তাঁদের ব্যক্তিগত। তা দলের অবস্থান নয়।
![নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Telangana-famous-Yamraj-temple-people-goes-to-seek-blessings.jpg?w=670&ar=16:9)
![বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Vastu-Tips-for-place-the-statue-of-Gautam-Buddha-in-this-direction-of-house-money-will-increase.jpg?w=670&ar=16:9)
![৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের ৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Scientists-discover-new-blood-group-system-MAL-ending-50-year-old-mystery.jpg?w=670&ar=16:9)
![হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি... হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Baba-Vangas-prediction-on-earthquake-become-true-what-waiting-in-future-in-2025.jpg?w=670&ar=16:9)
![রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Perfume.jpg?w=670&ar=16:9)
![পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন? পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Tiger.jpg?w=670&ar=16:9)