Supreme Court: SSC মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার আবেদন সুপ্রিম কোর্টে
Supreme Court: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। পরে তা বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে। SSC-র নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করলেন তাঁরা। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
এসএসসি-র নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি ও সরকার সাহায্য স্কুলে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ১০ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। বয়সে ছাড়ের কথাও বলা হয়েছে। এই দুটি বিষয়ে SSC-র নতুন নিয়োগ বিধিকে গতকাল মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ।
তবে ডিভিশন বেঞ্চ এর আগে নির্দেশ দিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না। অর্থাৎ ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় চিহ্নিত অযোগ্য যাঁরা রয়েছেন, তাঁরা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু, গতকাল ডিভিশন বেঞ্চ অভিজ্ঞদের ১০ নম্বর ও বয়স ছাড় নিয়ে এসএসসি-র আর্জি মেনে নেয়। এবার ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। পরে আবেদনের দিন বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়।

