কলকাতা: নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এবার ইউনিক কোড থাকছে। প্রশ্নের ডানদিকে উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে পরিক্ষার্থীদের। সই করার সময় পরীক্ষা পরিদর্শকরা দেখে নেবেন উত্তরপত্রে ইউনিক কোড আছে কি না। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও জাতীয় স্তরের পরীক্ষার ক্ষেত্রে এরকম ইউনিক কোডের ব্যবহার লক্ষ্য করা যায়। এবার তা প্রশ্নপত্রে রাখছে উচ্চশিক্ষা সংসদও।
এ বছর প্রথমবার উচ্চমাধ্যমিকে এই কোডের ব্যবহার করা হবে। আগেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এই ইউনিক কোডের আলাদা ভূমিকা থাকবে। জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় এই ইউনিক কোডের ব্যবহার দেখা যায়। মূলত সিকিউরিটি ফিচার হিসাবেই এটিকে গণ্য করা হয়। রবিবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে সংসদ।
১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। ১৬ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি ও পঞ্জাবি) পরীক্ষা। ১৭ তারিখ রয়েছে ভোকেশনাল বিষয়ে পরীক্ষা। ১৯ তারিখ রয়েছে দ্বিতীয় ভাষার (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি) পরীক্ষা।
অল্টারনেটিভ ইংরাজি পরীক্ষাও হবে ১৯ তারিখ। ২০ তারিখ রয়েছে অর্থনীতির পরীক্ষা। ২১ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি । ২২ তারিখ কম্পিউটার সায়েন্স, আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, স্বাস্থ্য ও শারীর শিক্ষা, গান, ভিজুয়াল আর্টস, পরিবেশ বিদ্যার পরীক্ষা। ২৩ তারিখ দর্শন, সমাজবিজ্ঞান ও কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিস অব অডিটিং বিষয়ের পরীক্ষা রয়েছে। এরপর ২৪ ফেব্রুয়ারি থাকছে রসায়ন, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, ফারসি, আরবি ও ফরাসি ভাষার পরীক্ষা।
২৭ তারিখ অঙ্ক, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, কৃষিবিদ্যা ও ইতিহাসের পরীক্ষা। ২৮ তারিখ জীববিদ্যা, বিজনেস স্টাডিজ ও রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি পরীক্ষার শেষদিন পরিসংখ্যান, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার পরীক্ষা।