Howrah Special Train: রবিবার হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন, পৌঁছবে ভগৎ কি কোঠি
Howrah Special Train: আগামী মঙ্গলবার অর্থাৎ ২১ নভেম্বর সকাল ৭টায় ট্রেনটি পৌঁছবে ভগৎ কি কোঠি-তে। মাঝে যে সব স্টেশনে ট্রেনগুলি দাঁড়াবে, তার মধ্যে রয়েছে বর্ধমান, আসানসোল, ধানবাদ, কোডারমা ইত্যাদি।
কলকাতা: উৎসবের মরসুমে একাধিক স্পেশাল ট্রেন চালিয়েছে ভারতীয় রেল। বিভিন্ন রুটে সেই সব ট্রেন চালানো হয়েছে। দুর্গা পূজা, নবরাত্রি, দীপাবলির পর এবার ছট পুজো। সেই উপলক্ষেই চালানো হচ্ছে একটি স্পেশাল ট্রেন। রবিবার হাওড়া থেকে ছাড়বে সেই ট্রেন। অতিরিক্ত যাত্রীর ভিড় যাতে না হয়, সেই কারণেই এই ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। রবিবার রাতে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি যাবে ভগৎ কি কোঠি স্টেশন পর্যন্ত। রাজস্থানের এক প্রান্তে রয়েছে এই স্টেশন।
০৩০০৭ হাওড়া- ভগৎ কি কোঠি স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১১ টা ৪০ মিনিটে। আগামী মঙ্গলবার অর্থাৎ ২১ নভেম্বর সকাল ৭টায় ট্রেনটি পৌঁছবে ভগৎ কি কোঠি-তে। মাঝে যে সব স্টেশনে ট্রেনগুলি দাঁড়াবে, সেগুলি হল বর্থমান, আসানসোল, ধানবাদ, কোডারমা, গয়া, সাসারাম, দীনদয়াল উপাধ্যায়, মীর্জাপুর, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, আগ্রা ফোর্ট, বান্দিকুই, দাউসা, জয়পুর, কুচামান সিটি, মাকারনা জংশন, দেগানা জমশন, যোধপুর স্টেশন। এই ট্রেনে জেনারেল, স্লিপার ক্লাস থেকে এসি- সবই থাকবে।
‘ভগৎ কি কোঠি’ স্টেশনটি রয়েছে রাজস্থানের যোধপুরের কাছে। করাচি যাওয়ার ট্রেন ছাড়ত এই স্টেশন থেকে।