Suvendu vs Mukul: তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধনে মুকুল! রায় সাহেবের ভিডিয়ো ‘ফাঁস’ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 04, 2022 | 11:17 PM

Suvendu Adhikari: মুকুল রায়ের দু'টি ছবি ও ভিডিয়ো টুইট করেছেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়ে আবার নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। ছবিতে দেখা যাচ্ছে ক্যানাল সাউথ রোডে তৃণমূল ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুকুল রায়।

Suvendu vs Mukul: তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধনে মুকুল! রায় সাহেবের ভিডিয়ো ফাঁস শুভেন্দুর
মুকুল রায়ের ভিডিয়ো 'ফাঁস' করলেন শুভেন্দু

Follow Us

কলকাতা : মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান কী? পদ্মফুল? নাকি জোড়াফুল? তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দীর্ঘ শুনানির পর জানিয়ে দিয়েছেন, তিনি দলত্যাগ করেননি। বিজেপিতেই রয়েছেন। কিন্তু তারপরও রায় বাবুর রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক কমেনি। বিধানসভার অধ্যক্ষকে সেই রায় গত মাসেই পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে মুকুল রায়ের দু’টি ছবি ও ভিডিয়ো টুইট করেছেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়ে আবার নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। ছবিতে দেখা যাচ্ছে ক্যানাল সাউথ রোডে তৃণমূল ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুকুল রায়। শুভেন্দুর দাবি, ঈদের দিনে তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনে হাজির ছিলেন মুকুল রায়। যদিও ওই ছবির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

টুইটারে বেশ ছন্দ মিলিয়ে ছড়ার আকারে শুভেন্দু অধিকারী ওই দুটি ছবির সঙ্গে লিখেছেন, আম্রকুঞ্জে ফাগুন মাসে, গাছে গাছে মুকুল আসে, সব মুকুল-ই কি ফল ধরায়? হওয়ার অল্প দোলায় ঝরে যায়। বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল। পবিত্র ঈদের দিনে তৃণমূলের নতুন চকচকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে “বিধানসভায়” কৌশলী ও বাইরে তৃণমূলী নেতা শ্রী মুকুল রায়।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ সংক্রান্ত মামলা শুনানি ছিল। তখন এক নতুন তত্ত্ব শোনা যায় মুকুলের আইনজীবীদের গলায়। মুকুলের আইনজীবীদের বক্তব্য ছিল, “পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুকুল রায়।” এর আগে মুকুলের আইনজীবীরা বলে আসছিলেন, রাজনৈতিক সৌজন্যের খাতিরেই তৃণমূল ভবনে গিয়েছিলেন মুকুল।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন মুকুল রায়। কিন্তু তারপর থেকেই কৃষ্ণনগর উত্তরের বিধায়কের রাজনৈতিক অবস্থান ঘিরে জোর চর্চা শুরু হয়। তৃণমূল ভবনের এক কর্মসূচিতে দেখা যায় মুকুল রায়কে। ওই দিন তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতার সামনেই রায় বাবুকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শিবির থেকে দাবি করা হয় মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে সেই মামলার শুনানি চলে বিধানসভায়। শেষে অধ্যক্ষ জানিয়ে দেন, মুকুল দলত্যাগ করেননি। পরে হাইকোর্টের নির্দেশ দেয়, অধ্যক্ষের রায় পুনর্বিবেচনার জন্য। এখন ফের শুনানি শুরু হয়েছে বিধানসভায়। ২৮ এপ্রিল বিধানসভায় মুকুল মামলার শুনানির পর অধ্যক্ষ জানিয়ে দেন, আর কোনও শুনানি হবে না। প্রয়োজন পড়লে ৬ মে ডাকা হতে পারে আইনজীবীদের। সূত্রের খবর, শীঘ্রই এই মামলার রায় জানাতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Next Article