কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আরও কড়া কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এসএসসি-র চার কর্তাকে আজ, সোমবারই হাজির হতে হবে সিবিআই দফতরে। মনে করা হয়েছিল, ডিভিশন বেঞ্চে যখন এই চার কর্তার কোনওরকম স্বস্তি মেলেনি, তখন সিঙ্গল বেঞ্চ আরও বড় কোনও পদক্ষেপ করতে পারে। শুক্রবারের শুনানিতেই সিঙ্গল বেঞ্চ স্পষ্ট বলে দিয়েছিল, যদি এই চার কর্তা সিবিআই দফতরে না যান, তাহলে তাঁদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হবে। কিন্তু দেখা যায়, চার কর্তা গত শুক্রবার সিবিআই দফতরে যাননি। এদিন ফের এই মামলার শুনানি ছিল সিঙ্গল বেঞ্চে। আজকের মধ্যে চার কর্তাকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটকে চার কর্তাকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করতে বলা হয়। সূত্রের খবর, সিবিআই দফতরে হাজিরা এড়াতে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন এসএসসি কর্তারা।
স্কুল শিক্ষক ও কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় আজ, সোমবার উপদেষ্টা কমিটির এই চার কর্তাকে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। বিতর্কিত চার কর্তাকে এদিন সিঙ্গল বেঞ্চে আবেদন করেন, যাতে তাঁদের অন্তত একটা দিন সময় দেওয়া হয়। তাঁরা যুক্তি দেখান, রায়ের অর্ডার কপি তাঁরা কেউই হাতে পাননি। তাই তাঁদের একটা অতিরিক্ত দিন দেওয়া হোক। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা একেবারেই মানতে চাননি। তার কারণ, বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারে আলাদা করে আপিল করা হয়েছে। দেখা যাচ্ছে, এই চার জন এখনও পর্যন্ত সরকারি পদে বহাল রয়েছেন। তাহলে রাজ্য সরকারের কোনও সিদ্ধান্ত তাঁদের কাছে কীভাবে পৌঁছছে না? চার কর্তার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটকে নিশ্চিত করতে হবে, চার কর্তাকে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার দফতরে নিয়ে যাওয়ার ব্যাপারে।
বিচারপতি এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মধ্যরাত পর্যন্ত সিবিআই-এর ম্যারাথন জেরার মুখে পড়েন প্রাক্তন এসএসসি কর্তা। পরেরদিন সকালেই তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এই চার কর্তাও। প্রাক্তন উপদেষ্টার স্বস্তি মিললেও, চাপে ছিলেন চার কর্তা। গত শুক্রবার ওই চার জনকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা হাজির হননি। এবার তার প্রেক্ষিতেই আরও কড়া কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আগে গোপন জবানবন্দি রেকর্ড করতে তৎপর সিবিআই