SSC : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরির অফার ফেরালেন ক্যান্সার আক্রান্ত এসএসসি আন্দোলনকারী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 13, 2022 | 9:03 PM

SSC : এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভে অংশগ্রহণ করে এসেছেন সোমা দাস। জানা গিয়েছিল তিনি ক্যান্সার আক্রান্ত। খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া 'অন্য চাকরির' অফার ফেরালেন আন্দোলনকারী চাকরি প্রার্থী তিনি।

SSC : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরির অফার ফেরালেন ক্যান্সার আক্রান্ত এসএসসি আন্দোলনকারী
নিজস্ব ছবি

Follow Us

কলকাতা : নাম তাঁর সোমা দাস। ক্যান্সারে আক্রান্ত তিনি। কিন্তু শরীরে কর্কট রোগ বাসা বাঁধলেও মন এখনও শক্ত। মারণ রোগের হানায় পিছু হটেননি তিনি। বিকিয়ে দেননি শিরদাঁড়া। গত কয়েক বছর ধরে চলা এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভে অংশগ্রহণ করে এসেছেন তিনি। শাসকদলের দুর্নীতির সামনে মাথা নত করেননি। এসএসসি-র নবম-দশম শ্রেণির চাকরি প্রার্থী সোমা। যোগ্যতা রয়েছে, আছে দু-চোখ ভরা স্বপ্নও। কিন্তু দুর্নীতিতে মাটিতে ধূলোয় মিশে গিয়েছে শিক্ষিকা হওয়ার সেই অদম্য ইচ্ছে। তবে তাতেও হার মানেননি তিনি। খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া ‘অন্য চাকরির’ অফার ফেরালেন আন্দোলনকারী চাকরি প্রার্থী সোমা দাস।

সম্প্রতি কলকাতার এক সংবাদ মাধ্যমে তাঁর ক্যান্সার সংক্রান্ত হওয়ার খবর তুলে ধরে। সেই খবর পড়েই সমবেদনা প্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমা দাসের বিষয়ে জানতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় আদালত। এদিন এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই ডেকে পাঠানো হয় সোমা দাসকে। সোমা দাস বলেছেন, “বিচারপতি আমার প্রতি সমব্যাথী হয়ে আমাকে একটি অন্য বিভাগে চাকরি দেওয়ার কথা বলেছেন।” কিন্তু সোমা দাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। তিনি জানেন তাঁর এই পদক্ষেপে এতদিন ধরে লড়া যুদ্ধ এক লহমায় শেষ হয়ে যেতে পারে। ক্যান্সার আক্রান্ত সোমার সম্বল বলতে একমাত্র শিক্ষিকা হওয়ার স্বপ্নটুকু। সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত নিজের অবস্থান থেকে সরবেন না তিনি।

সাংবাদিকদের তিনি বলেছেন, “আমি এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। নিজের যোগ্যতা প্রতিষ্ঠারের জন্য লড়াই করছি। আমি এই চাকরিটা হয়ত হয়েও যেত। কিন্তু আমার স্বপ্নটা পূরণ হত না।” তাঁর আরও সংযোজন,”আমি সব হারিয়েছি। আর আমি শিক্ষিকা হওয়ার এই স্বপ্ন হারাতে চাই না।” এই এসএসসি দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রশংসা করে তিনি বলেছেন, “এতদিন ধরে উনি আমাদের জন্য একা লড়ে যাচ্ছেন। পাশে এসে কোনও বুদ্ধিজীবী বা সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন না। সেইখানে দাঁড়িয়ে আমি এই চাকরি নিয়ে সরে যেতে চাই না।” তিনি জানিয়েছেন যে, বিচারপতির দেওয়া এই চাকরি না নিয়ে তিনি তাঁরে পাশে থাকার বার্তা দিতে চান। তিনি জোর দিয়ে বলেছেন, “যদি চাকরি হয় আমাদের সবার হবে। নয়ত কারোর হবে না। আমি আলাদা করে এই চাকরিটা নিয়ে আমাদের অধিকারের এই আন্দোলন থেকে সরে যেতে চাই না।”

উল্লেখ্য, সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের (SSC) দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য় রাজনীতি। এসএসসি মামলায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে শাসক দলের তাবড় তাবড় নেতার। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্তকারী রিপোর্টে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। সেই সুবাদে গতকাল পার্থ চট্টোপাধ্য়ায়কে সিবিআই হাজিরার নির্দেশও দেওয়া হয়েছিল। তখনি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্য়ায়। গতকাল সিবিআই দফতরে তাঁর হাজিরার উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়ার পর এদিন হাই কোর্টের ডিভিশন বেঞ্চের তরফে আগামী চার সপ্তাহ সিবিআই -র দফতরে পার্থ-র হাজিরাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Deocha Pachami Coal Project: দেউচার আন্দোলনকারীদের নবান্নে ডেকে বোঝানোর চেষ্টা, বরফ কি গলাতে পারলেন মমতা?

Next Article