AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Tainted Candidates List: জল্পনা শেষ, ৩৫১২ জন অযোগ্যের নাম প্রকাশ করল SSC

SSC News Today: আগেই দাগি শিক্ষকদের নামের তালিকা বের করেছিল এসএসসি। আর এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকা প্রকাশ করল কমিশন। এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের নাম।

SSC Tainted Candidates List: জল্পনা শেষ, ৩৫১২ জন অযোগ্যের নাম প্রকাশ করল SSC
এসএসসি ভবন
| Edited By: | Updated on: Nov 03, 2025 | 10:15 PM
Share

কলকাতা: প্রকাশিত হল এসএসসি (SSC)-র অযোগ্যদের তালিকা। আগেই দাগি শিক্ষকদের নামের তালিকা বের করেছিল এসএসসি। আর এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকা প্রকাশ করল কমিশন। এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের নাম।

২০১৬ সালে পুরো প্যানেল বাতিলের পর থেকেই অযোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন ‘যোগ্য’ পরীক্ষার্থীরা। এমনকী, সুপ্রিম কোর্টের তরফেও অযোগ্যদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রথম দিকে তালিকা প্রকাশ না করায় কোর্টের কাছে একাধিকবার ধমক খায় SSC। সুপ্রিম নির্দেশ মেনে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। আগেই পরীক্ষায় বসেছেন শিক্ষক-শিক্ষিকারা। আর এবার নতুন করে পরীক্ষায় বসতে চলেছেন গ্রুপ সি ও গ্রুপ ডি-র শিক্ষাকর্মীরা। আজ রাত ৮ টা বেজে ৪ মিনিট থেকে গ্রুপ সি ও ডি তে আবেদন নেওয়া শুরু করল এসএসসি (SSC)। আর অযোগ্যদের তালিকা প্রকাশ করা হল ৭টা বেজে ৫৫ মিনিট নাগাদ।

যে তালিকা SSC প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, ওএমআর (OMR) জালিয়াতি আর সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন ২ হাজার৫৯১ জন। র‌্যাঙ্ক জাম্প  ওআউট অব প‍্যানেল মিলিয়ে আরও  ৯২১ জন। গতবার যখন অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল ভূরি-ভূরি রয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম। আর এবারও তার অন্যথা হল না। গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকাতেও রয়েছে একাধিক অযোগ্য শিক্ষাকর্মীদের নাম যাঁরা তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। নাম রয়েছে কোচবিহারের তৃণমূল যুব সভাপতির। রয়েছে বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতির। এছাড়াও রয়েছে শিলিগুড়ির যুব তৃণমূল নেতার। এছাড়াও, তালিকায় আছেন দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নামও।