কলকাতা: শিয়রে রয়েছে ‘সুপ্রিম’ ডেডলাইন। নভেম্বরে শীর্ষ আদালতে নিয়োগ মামলা হাইকোর্টে ফিরিয়ে ৬ মাসের মধ্যে শুনানি শেষ করার জন্য নির্দেশ দিয়েছে। এরপরই এসএসসি মামলার শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন হয়েছে হাইকোর্টে। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। সেখানে ফের হাইকোর্টের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। এদিন কমিশনের তরফে আদালতে হলফনামা জমা দেওয়া হয়। কিন্তু হলফনামা দিয়েও নিজেদের অবস্থান আদালতে ব্যাখ্যা করতে ব্যর্থ হল স্কুল সার্ভিস কমিশন।
সুপারিশপত্র প্রত্যাহারের ক্ষেত্রে এসএসসি-র অবস্থান কী? তা হলফনামা জমা দিয়েও স্পষ্ট করতে পারল না কমিশন। চাকরি বাতিল কি আদালতের নির্দেশে হয়েছে? নাকি কমিশন নিজেরাই বেনিয়ম খুঁজে বের করে, তার প্রেক্ষিতে চাকরি বাতিল করেছে? সেই নিয়ে এদিন বিচারপতি দেবাংশু বসাক জানান, এই বিষয়টি হলফনামায় স্পষ্ট করে জানানো নেই। বিচারপতি এদিন কড়া ভাষায় সতর্কও করে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে। আদালত জানিয়েছে, কমিশনের সব বোর্ড সদস্যদের নতুন করে বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় পদক্ষেপ করবে আদালত।
বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নিজেদের অবস্থান স্পষ্ট করে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নতুন করে হলফনামা জমা দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। বিচারপতি বলেন, অন্যের ঘাড়ে চেপে ঘুরে না বেরিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা।
উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টে কমিশন জানিয়েছিল, তারা নিজেদের ক্ষমতাবলে চাকরি বাতিল করেছে তারা। অন্যদিকে আবার শীর্ষ আদালতে কমিশন বলেছিল, তারা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে চাকরি বাতিল করেছিল। এই ভিন্ন বক্তব্যের কারণেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আদালতে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য নির্দেশ দিয়েছিলেন কমিশনকে। তারই প্রেক্ষিতে এদিন হলফনামা জমা দেয় কমিশন।