BJP Rally: পার্থর অপসারণ দাবি করে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2022 | 2:51 PM

Kolkata: সূত্রের খবর, মিছিলের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি রাজ্য মন্ত্রী সভায় যাঁরা দুর্নীতিতে যুক্ত তাঁদেরকে গ্রেফতার করতে হবে।

BJP Rally: পার্থর অপসারণ দাবি করে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল বিজেপির
বিজেপি-মিছিল (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অপরসারণ দাবি করে পথে নামল বিজপি। রাজপথে বৃহস্পতিবার নামে বিজেপির এই মিছিলটি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত যাবে বলে খবর। উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা। তবে জানা যাচ্ছে এ দিনের মিছিলে অনুপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, মিছিলের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি রাজ্য মন্ত্রী সভায় যাঁরা দুর্নীতিতে যুক্ত তাঁদেরকে গ্রেফতার করতে হবে। একই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও অপসারণ দাবি করা হয়েছে। এতদিন যে দাবি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় ছিল, সেই দাবি নিয়েই এবার পথে নামল বিজেপি। প্রথমে কলেজ স্ট্রিটে জনসভা রয়েছে। তারপর মিছিল এগোবে ধর্মতলার দিকে।

ইতিমধ্যেই স্লোগান দিতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা রয়েছে, ‘শিক্ষামন্ত্রী বাবু এসএসস নিয়োগের পড়ুয়াদের চোখের জল ও অভিশাপ বিফলে যাবে না। খেলবেন না, খেলুন।’

এ দিনের উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা। রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় ও অনেক কার্যকর্তা। তবে জানা যাচ্ছে এ দিনের মিছিলে অনুপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রে খবর, মিছিলটিকে বেশ কয়েকটিকে জেলা সংগঠনের ভাগে ভাগ করা হয়েছে মিছিলটিকে। এরপর সেটি এগিয়ে যাবে ধর্মতলার দিকে। রাহুল সিনহা বলেন, ‘এতদিন আমরা শুনেছি লোকেরা ভোটের ফলাফলের জন্য রাত জেগে থাকেন। তবে কালকে আমরা দেখলাম টাকার ফলাফল কী দেখার জন্য মানুষজন রাতভর অপেক্ষা করছে। একুশ পার হয় নাকি একুশের নিচে থাকে। এই অবস্থা বাংলায় কখনও ছিল না। যে ভেলকি মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন এরপর কোন মুখে কথা বলেছেন? আমি পরিস্কার বলছি। এই টাকা তৃণমূলের টাকা। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় উপলক্ষ মাত্র। এই টাকার একটা অংশ বেরিয়েছে মাত্র। হাজার কোটি টাকাও বেরিয়ে যেতে পারে। এগুলো সব চুরির টাকা।’

Next Article