Nabanna: রাজ্য-কমিশন সংঘাত! CEO দফতরকে স্বতন্ত্র করতে আপত্তি রাজ্যের
Nabanna: প্রশাসনিক মহলের ব্যাখ্যা জাতীয় নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হলেও তার অর্থ বরাদ্দ করে আইন দফতর। অর্থাৎ ওই দফতরের কোনও টাকার প্রয়োজন পড়লে তা রাজ্য অনুমোদন করে।

এবার সংঘাতের পথে রাজ্য নির্বাচনী আধিকারিকের অফিস। স্বতন্ত্র দফতর করার নির্দেশ মানতে নারাজ রাজ্য সরকার। কীভাবে ওই নির্দেশ ঠেকানো যায়, তা জানতে রাজ্য প্রশাসন আইনি পরামর্শ নিচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন চায়, স্বতন্ত্র দফতর হলেও সেটি রাজ্য সরকারের অধীনেই থাকতে হবে।
জাতীয় নির্বাচন কমিশনের চিঠি আগেই পৌঁছেছে নবান্নে। মুখ্যসচিবকে পাঠানো জাতীয় নির্বাচন কমিশনের ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমান ব্যবস্থায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্বশাসনের অভাব রয়েছে। তাদের রাজ্যের অর্থ দফতরের উপর নির্ভর করতে হয়। এমনকী, স্বরাষ্ট্র দফতরের অধীনে রয়েছে সিইও দফতর। সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দফতর করার কথা বলা হয়েছে। অন্য কোনও দফতরের সঙ্গে যার কোনও যোগ থাকবে না। আর এতেই আপত্তি রাজ্যের।
প্রশাসনিক মহলের ব্যাখ্যা জাতীয় নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হলেও তার অর্থ বরাদ্দ করে আইন দফতর। অর্থাৎ ওই দফতরের কোনও টাকার প্রয়োজন পড়লে তা রাজ্য অনুমোদন করে। ফলে রাজ্যের নির্বাচন কমিশনের অফিসকে স্বতন্ত্র দফতর করার আদৌ কোনও প্রাসঙ্গিকতা আছে কি না, তা নবান্নের কাছে স্পষ্ট নয়। সেটা বুঝতেই আইনি পরামর্শের পথে নবান্ন।
জাতীয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে পাল্টা জবাব দেওয়া হতে পারে নবান্নের তরফে। আপাতত সেই বিষয়েই আইনি পরামর্শ নেওয়ার কাজ চলছে।
