কলকাতা: আশঙ্কা সত্যি করেই অচলাবস্থা অব্যাহত রইল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আন্দোলনে অনড় হবু চিকিৎসকরা। জানিয়ে দিলেন, এখনই অনশন তাঁরা তুলবেন না। ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন বা ডিএমই পর্যন্ত আলোচনা হয়েছে এই বিষয়ে। আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘ডিএমই পর্যন্ত আলোচনা হয়েছে। তাতে কাজ না হলে স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলা হবে। তাতেও যদি রাস্তা না বেরোয় তা হলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি।’ একই সঙ্গে গত কয়েকদিন ধরে রোগী ও তাঁর পরিবারকে যে ভাবে চরম নাকাল হতে হচ্ছে, অসহায়তায় কেঁদে ফেলছেন মুমূর্ষু মা কিংবা সন্তানকে বুকে জড়িয়ে তার দায়ও পুরোপুরি নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেললেন আন্দোলনকারী ডাক্তার-পড়ুয়ারা। জানালেন, ‘রোগী ভোগান্তির দায় কর্তৃপক্ষের। আমরা মানসিক ভাবে সুস্থ না হলে রোগী পরিষেবা দেব কী ভাবে?’
রবিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ সরকারের প্রতিনিধি ও আরজি করের মেন্টর কমিটির সদস্যরা। প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে আন্দোলনকারী পড়ুয়ারা জানান, এই আলোচনার পর তাঁরা আশাবাদী। তবে অনশন তুলবেন কি না তা বাকি অনশনকারীদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত জানানো হবে। যদিও প্রথম থেকেই আন্দোলনকারীদের এই আশ্বাস নিয়ে সংশয় ছিল স্থানীয় কাউন্সিলর অতীন ঘোষের। তিনি স্পষ্টই বলেন, “ওরা আলোচনার সময় একরকম কথা বলে। ফিরে গিয়ে অন্যরকম হয়ে যায়।”
আন্দোলনকারীদের তরফে যে ছ’জন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছিলেন, তাঁরা ফিরে গিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করেন। এরপরই আন্দোলনকারীদের একজন এসে সংবাদমাধ্যমকে জানিয়ে যান, বৈঠক নিষ্ফলা! তিনি বলেন, “আজ যে আপৎকালীন বৈঠক হল সেটা সম্পর্কে আমাদের সকলকে সঠিক ভাবে অবগত করা হয়নি। যেহেতু এই আন্দোলনে আরজি করের ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন এবং পিজিডি পর্যন্ত সকলে জড়িত তাই সকলের সঙ্গে আলোচনা না করে আমরা কোনও সিদ্ধান্ত জানাতে পারছি না। আপাতত আমাদের আন্দোলন চলবে।”
যদিও এ নিয়ে চিকিৎসক সংগঠন আইএমএ’র রাজ্য সম্পাদক শান্তনু সেন বলেন, “এটা একটা প্রতিনিধিত্বমূলত মিটিং ছিল। সকলে যদি না জানত, তা হলে তাদের ছ’জন প্রতিনিধি এল কোথা থেকে? সরকার যে মেন্টার গ্রুপ তৈরি করেছে, তার পাঁচ প্রতিনিধি জানিয়েছিলেন সকলকে আসতে। এরপরই ছয় প্রতিনিধিকে পাঠানো হয়।”
একই সঙ্গে রোগীদের ভোগান্তি প্রসঙ্গে শান্তনু সেন বলেন, “সরকারি হাসপাতাল কোনও ভাবেই পরিষেবা ব্যাহত হতে দেবে না। এ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় একটা গরিমা রয়েছে। নিখরচায় সরকারি হাসপাতালে চিকিৎসা পান রোগীরা। এটা নষ্ট হতে দেওয়া যাবে না।”
আরও পড়ুন: RG Kar: এক ঘণ্টার বৈঠকেও স্পষ্ট হল না হবু চিকিৎসকরা কী চান, ওদিকে পরিষেবা না পেয়ে রোগীরা কাতরাচ্ছে
কলকাতা: আশঙ্কা সত্যি করেই অচলাবস্থা অব্যাহত রইল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আন্দোলনে অনড় হবু চিকিৎসকরা। জানিয়ে দিলেন, এখনই অনশন তাঁরা তুলবেন না। ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন বা ডিএমই পর্যন্ত আলোচনা হয়েছে এই বিষয়ে। আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘ডিএমই পর্যন্ত আলোচনা হয়েছে। তাতে কাজ না হলে স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলা হবে। তাতেও যদি রাস্তা না বেরোয় তা হলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি।’ একই সঙ্গে গত কয়েকদিন ধরে রোগী ও তাঁর পরিবারকে যে ভাবে চরম নাকাল হতে হচ্ছে, অসহায়তায় কেঁদে ফেলছেন মুমূর্ষু মা কিংবা সন্তানকে বুকে জড়িয়ে তার দায়ও পুরোপুরি নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেললেন আন্দোলনকারী ডাক্তার-পড়ুয়ারা। জানালেন, ‘রোগী ভোগান্তির দায় কর্তৃপক্ষের। আমরা মানসিক ভাবে সুস্থ না হলে রোগী পরিষেবা দেব কী ভাবে?’
রবিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ সরকারের প্রতিনিধি ও আরজি করের মেন্টর কমিটির সদস্যরা। প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে আন্দোলনকারী পড়ুয়ারা জানান, এই আলোচনার পর তাঁরা আশাবাদী। তবে অনশন তুলবেন কি না তা বাকি অনশনকারীদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত জানানো হবে। যদিও প্রথম থেকেই আন্দোলনকারীদের এই আশ্বাস নিয়ে সংশয় ছিল স্থানীয় কাউন্সিলর অতীন ঘোষের। তিনি স্পষ্টই বলেন, “ওরা আলোচনার সময় একরকম কথা বলে। ফিরে গিয়ে অন্যরকম হয়ে যায়।”
আন্দোলনকারীদের তরফে যে ছ’জন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছিলেন, তাঁরা ফিরে গিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করেন। এরপরই আন্দোলনকারীদের একজন এসে সংবাদমাধ্যমকে জানিয়ে যান, বৈঠক নিষ্ফলা! তিনি বলেন, “আজ যে আপৎকালীন বৈঠক হল সেটা সম্পর্কে আমাদের সকলকে সঠিক ভাবে অবগত করা হয়নি। যেহেতু এই আন্দোলনে আরজি করের ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন এবং পিজিডি পর্যন্ত সকলে জড়িত তাই সকলের সঙ্গে আলোচনা না করে আমরা কোনও সিদ্ধান্ত জানাতে পারছি না। আপাতত আমাদের আন্দোলন চলবে।”
যদিও এ নিয়ে চিকিৎসক সংগঠন আইএমএ’র রাজ্য সম্পাদক শান্তনু সেন বলেন, “এটা একটা প্রতিনিধিত্বমূলত মিটিং ছিল। সকলে যদি না জানত, তা হলে তাদের ছ’জন প্রতিনিধি এল কোথা থেকে? সরকার যে মেন্টার গ্রুপ তৈরি করেছে, তার পাঁচ প্রতিনিধি জানিয়েছিলেন সকলকে আসতে। এরপরই ছয় প্রতিনিধিকে পাঠানো হয়।”
একই সঙ্গে রোগীদের ভোগান্তি প্রসঙ্গে শান্তনু সেন বলেন, “সরকারি হাসপাতাল কোনও ভাবেই পরিষেবা ব্যাহত হতে দেবে না। এ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় একটা গরিমা রয়েছে। নিখরচায় সরকারি হাসপাতালে চিকিৎসা পান রোগীরা। এটা নষ্ট হতে দেওয়া যাবে না।”
আরও পড়ুন: RG Kar: এক ঘণ্টার বৈঠকেও স্পষ্ট হল না হবু চিকিৎসকরা কী চান, ওদিকে পরিষেবা না পেয়ে রোগীরা কাতরাচ্ছে