Subhaprasanna on Mamata : নেহরু-কন্যা, ইন্দিরা-পুত্র নন, হরিণঘাটার দুধ বিক্রি করতেন মমতা : শুভাপ্রসন্ন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 15, 2022 | 9:17 PM

Subhaprasanna on Mamata : শুভাপ্রসন্ন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কুলীন পরিবারের মেয়ে নন। তিনি ইন্দিরা-পুত্র নন। কিংবা নেহরু-কন্যা নন। লড়াই করে মানুষ হয়েছেন।"

Subhaprasanna on Mamata : নেহরু-কন্যা, ইন্দিরা-পুত্র নন, হরিণঘাটার দুধ বিক্রি করতেন মমতা : শুভাপ্রসন্ন
টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকার শুভাপ্রসন্নর

Follow Us

কলকাতা : কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন। তাঁর লড়াইয়ের উদাহরণ দলের কর্মী-সমর্থকদের দেন তৃণমূলের নেতারা। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইয়ের কথা তুলে ধরে প্রশংসায় পঞ্চমুখ হলেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)। টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতার ভূয়সী প্রশংসা করলেন।

২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর সঙ্গে মমতার প্রথম পরিচয় হয় বলে জানালেন শুভাপ্রসন্ন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “পিছিয়ে পড়া মানুষের বরাবরই সমর্থন পেয়েছেন মমতা। কিন্তু, কলকাতার ব্যবসায়ী এবং এলিট শ্রেণির মানুষ নাক সিঁটকাত।” তার কারণও ব্যাখ্যা করলেন তিনি। শুভাপ্রসন্ন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কুলীন পরিবারের মেয়ে নন। তিনি ইন্দিরা-পুত্র নন। কিংবা নেহরু-কন্যা নন। লড়াই করে মানুষ হয়েছেন। আমরা এরকম উন্নাসিক জাত তাঁকে কীভাবে গ্রহণ করব?”

সেই মমতাকে কীভাবে গ্রহণ করল এলিট শ্রেণি? শুভাপ্রসন্ন বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁরা নিরন্তর প্রচার করেছেন। তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। পরিবর্তন চাই স্লোগান তুলে রাস্তায় নেমেছেন। তারপরই ধীরে ধীরে শহরের এলিট শ্রেণির মানুষের মধ্যে মমতার গ্রহণযোগ্যতা বাড়ে।

মমতার লড়াইকে কুর্নিশ জানিয়ে শুভাপ্রসন্ন বলেন, “হরিণঘাটার দুধ বিক্রি করতেন। সেখান থেকে লড়াই করে উঠে এসেছেন। আজ বিশ্বের অনন্য নেত্রী মমতা। তার মতো সাহসী নেত্রী খুব কম আছেন।”

২০০৪ সালে লোকসভা নির্বাচনে একটিমাত্র আসনে জিতেছিল তৃণমূল। সেই আসনটি জিতেছিলেন স্বয়ং মমতা। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের দাপটে কার্যত ধরাশায়ী হয়েছিল ঘাসফুল। এরপর সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে তারা ঘুরে দাঁড়ায়। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে সময় রাস্তায় নেমেছিলেন বিদ্বজ্জনরা। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে ১৯টি আসন জেতে তৃণমূল।

আর ২০১১ সালে রাজ্যে পালাবদল হয়। ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা। শুভাপ্রসন্ন বলছেন, মমতার কোনও তুলনা নেই।

Next Article