Mukul Roy: মুকুলকে ৫০ হাজার টাকা কে দিল? কে কাটল দিল্লির টিকিট? ‘সিঁদুরে মেঘ’ দেখছেন শুভ্রাংশু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 18, 2023 | 12:24 PM

Mukul Roy: শুভ্রাংশুর দাবি, মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না। মুকুল-পুত্র বলছেন, তিনি শুনেছেন যে গতকাল 'এক অবাঙালি ছেলেকে দিল্লির কোনও এক বড় এজেন্সি থেকে ফোন করে বলা হয়েছিল মুকুলবাবুর হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য।'

Mukul Roy: মুকুলকে ৫০ হাজার টাকা কে দিল? কে কাটল দিল্লির টিকিট? ‘সিঁদুরে মেঘ’ দেখছেন শুভ্রাংশু
দিল্লি গিয়েছেন মুকুল, চিন্তায় ছেলে শুভ্রাংশু

Follow Us

কলকাতা: মুকুল রায় (Mukul Roy) হঠাৎ করেই দিল্লি চলে গিয়েছেন। কেন গিয়েছেন, জানা নেই ছেলে শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy)। এদিন সকালে সাংবাদিক বৈঠক করার সময়েও শুভ্রাংশু বলেন, এখনও পর্যন্ত মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ হয়নি তাঁর। বাবা কীভাবে দিল্লিতে গেলেন, কীভাবে বিমানের টিকিট কাটলেন, তাও বুঝে উঠতে পারছেন না শুভ্রাংশু। তাঁর দাবি, মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না। বাবার দিল্লিযাত্রায় অবাক শুভ্রাংশু বললেন, ‘তিনি টিকিট কীভাবে কাটলেন? টাকা কীভাবে এল? তা কিন্তু আমার কাছে অজানা।’ মুকুল-পুত্রর দাবি, তাঁর বাবাকে নিয়ে কিছু রাজনৈতিক দল নোংরা খেলায় নেমেছে। যদিও সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম করেননি শুভ্রাংশু। বাবার এই হঠাৎ দিল্লি চলে যাওয়ার জন্য কাকে দায়ি করবেন, তাও বুঝে উঠে পারছেন না তিনি। বললেন, ‘কাউকেই দায়ি করতে পারছি না। আমি তো বুঝতেই পারছি না তিনি গেলেন কীভাবে?’

যদিও শুভ্রাংশুর সন্দেহ, ‘এখানে একটি বড় টাকার খেলা হয়েছে।’ কেন এমন সন্দেহ? সেই কথাও নিজেই জানালেন মুকুল-পুত্র। বললেন, তিনি শুনেছেন যে গতকাল ‘এক অবাঙালি ছেলেকে দিল্লির কোনও এক বড় এজেন্সি থেকে ফোন করে বলা হয়েছিল মুকুলবাবুর হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য।’ সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম না করলেও শুভ্রাংশু বললেন, ‘আমার ব্যক্তিগত মত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই খেলায় নেমেছে। টার্গেট তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে তো এখন পশ্চিমবঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে অভিষেক। বয়সে ও আমার থেকে ছোট হলেও, ও আমার নেতা।’

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের ভূমিকাতেও সন্তুষ্ট নন শুভ্রাংশু। কারণ, তাঁর দাবি, সিআইএসএফ-এর জওয়ানরা তাঁর সঙ্গে সহযোগিতা করেননি। শারীরিকভাবে অসুস্থ মুকুল রায়কে নিয়ে যা চলছে, তা নিয়ে বেশ বিরক্ত শুভ্রাংশু। বলছেন, ‘এই অবস্থায় তাঁকে নিয়ে যদি কেউ রাজনীতি করে, তা নিন্দনীয়। একজন সুস্থ মানুষ স্বেচ্ছায় যেখানে খুশি যেতে পারেন। কিন্তু তিনি তো সুস্থ নন। তিনি তো অসুস্থ। তিনি তো রাজনীতিও করতে পারবেন না।’

Next Article