SUCI: আজ ১২ ঘণ্টার বাংলা বনধ্, কোচবিহারে ধর্মঘটীদের সঙ্গে তুমুল অশান্তি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 16, 2024 | 8:46 AM

SUCI: ১৪ অগস্ট আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকরা পথে নেমেছেন। কোচবিহারে সকাল সকালই অশান্তি। এখানে পুলিশ এসইউসিআই-এর মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বনধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।

SUCI: আজ ১২ ঘণ্টার বাংলা বনধ্, কোচবিহারে ধর্মঘটীদের সঙ্গে তুমুল অশান্তি
পথে নেমেছেন এসইউসিআই সমর্থক। পূর্ব মেদিনীপুরে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একদিকে রাজ্যজুড়ে এসইউসিআই (SUCI)-এর ধর্মঘট কর্মসূচি। অন্যদিকে বিজেপির শ্যামবাজারে ধরনার আগেই আরজি কর হাসপাতালের পুলিশ মোতায়েন করা হল বাড়তি। অন্যদিনের থেকে কিছুটা অতিরিক্ত বাহিনী প্রস্তুত করা হয়েছে আরজি কর হাসপাতালের বাইরে। সেখানে আইপিএস পদমর্যাদা অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সকলেই নিরাপত্তার নজরদারি চালাবেন।

১৪ অগস্ট আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকরা পথে নেমেছেন। কোচবিহারে সকাল সকালই অশান্তি। এখানে পুলিশ এসইউসিআই-এর মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বনধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। দিনহাটায়ও বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের অশান্তি বাধে। ব্যাপক ধস্তাধস্তি হয়।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও পথে নেমেছে এসইউসিআই-এর কর্মী সমর্থকরা। সকাল থেকেই শহরে মিছিল, পথ আটকে বিক্ষোভ চলছে। মহাত্মা গান্ধী রোড, এনএস রোডে অবস্থান বিক্ষোভ, মিছিল। যানচলাচল ব্যাহত হয়। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলায়ও মিশ্র প্রভাব পড়েছে। ফাঁকা বালুরঘাট পুরসভার বাসস্ট্যান্ড। যদিও সকাল থেকে সরকারি বাস চলাচল করছে।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ুতে কুলপি রোড অবরোধ এসইউসিআই কর্মীরা। দক্ষিণ বারাসত মোড়ে কুল্পি রোডও অবরোধ করেন বনধ সমর্থকরা। সিউড়ি-সহ বীরভূম জেলাজুড়েও বনধের মিশ্র প্রভাব পড়েছে। বনধ সমর্থনকারীদের সঙ্গে মেদিনীপুরের বেলদায়ও পুলিশের বচসা বাধে। সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় আবার একেবারেই বনধের প্রভাব দেখা যায়নি সকাল থেকে। মুর্শিদাবাদেও এক ছবি।

Next Article