Emergency Alert: ফোনে হঠাৎ বাজছে বিকট অ্যালার্ম! ভয় না পেয়ে জেনে নিন কারণ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 27, 2023 | 3:18 PM

Flash Message: কেন্দ্রের তরফে তৈরি করা হচ্ছে একটি নতুন ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম। এটি বিপদের সময়ে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য ব্য়বহার করা হবে। জনগণের সুরক্ষা ও জরুরি সময়ে সতর্কতা জারি করার জন্যই এই অ্যালার্ট সিস্টেম তৈরি করা হয়েছে।

Emergency Alert: ফোনে হঠাৎ বাজছে বিকট অ্যালার্ম! ভয় না পেয়ে জেনে নিন কারণ
এই বার্তাই আসছে মোবাইলে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: হঠাৎ ফোনে কান ঝালাপালা করা একটা শব্দ। একটানা বেজেই চলেছে। শুক্রবার দুপুরে কলকাতা সহ একাধিক জায়গাতেই মোবাইল ব্যাবহারকারীদের ফোনে এল ইমার্জেন্সি অ্যালার্ট (Emergency Alert)। অনেকেই বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ কেন বেজে উঠছে মোবাইল? অনেকে ভাবলেন বিগড়ে গিয়েছে মোবাইল, কেউ কেউ তো আবার ভয়ে ফোনও বন্ধ করে দিলেন। আসলে বিষয়টা কী?

চিন্তার কোনও কারণ নেই। মোবাইলের কোনও সমস্যা নয়, এটা আসলে সরকারের তরফে সতর্কতাবার্তা। দেশজুড়েই পরীক্ষামূলকভাবে এই অ্যালার্ট পাঠানো হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (National Disaster Management Authority) বা এনডিএমএ-র তরফে সমস্ত অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো হচ্ছে ইমার্জেন্সি অ্যালার্ট। সঙ্গে থাকছে একটি ফ্ল্যাশ মেসেজও (Flash Message)। 

কেন্দ্রের তরফে তৈরি করা হচ্ছে একটি নতুন ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম। এটি বিপদের সময়ে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য ব্য়বহার করা হবে। জনগণের সুরক্ষা ও জরুরি সময়ে সতর্কতা জারি করার জন্যই এই অ্যালার্ট সিস্টেম তৈরি করা হয়েছে। মোবাইলের নেটওয়ার্ক না থাকলেও, আপনার ফোনে পৌঁছে যাবে এই বার্তা।

সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্য়মে কয়েক মিনিটের ব্য়বধানে একবার ইংরেজিতে ও আরেকবার আঞ্চলিক ভাষায় এই ফ্ল্যাশ মেসেজ পাঠানো হচ্ছে। সঙ্গে তীব্র একটি শব্দ। ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণের জন্যই এই বিপ শব্দটি ব্যবহার করা হচ্ছে।

সমস্ত নেটওয়ার্কেই এই অ্যালার্ট পাঠানো হচ্ছে। টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ব্যবহারকারী আতঙ্কিত হওয়ারকোনও কারণ নেই। এটি একটি পরীক্ষামূলক বার্তা।

বৃহস্পতিবার ওড়িশাতেও টেলিকম বিভাগের তরফে এই ইমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হয়।

Next Article