Sujay Krishna Bhadra: চাকরি না দিতে পারলে ‘মূল্য ফেরত’, এই ছিল ডিল! জমি বেচে কাকুকে ফেরাতে হয়েছিল ঘুষের টাকা: সিবিআই চার্জশিট

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 07, 2025 | 3:20 PM

Sujay Krishna Bhadra: সিবিআই আরও জানিয়েছে যে ওই জমির দাম ছিল সাড়ে তিন কোটি, কিন্তু সেল ডিডে অর্থাৎ জমি বিক্রির কাগজে দেখানো হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা।

Sujay Krishna Bhadra: চাকরি না দিতে পারলে মূল্য ফেরত, এই ছিল ডিল! জমি বেচে কাকুকে ফেরাতে হয়েছিল ঘুষের টাকা: সিবিআই চার্জশিট
চার্জশিটে একাধিক তথ্য সিবিআই-এর
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে ‘কাকু’র একের পর এক কীর্তি সামনে এসেছে। সেই চার্জশিটের একটি অংশে উল্লেখ রয়েছে, কীভাবে চাকরি দিতে না পারার জন্য জমি বিক্রি করে টাকা ফেরত দিতে হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। প্রশ্ন উঠেছে, এজেন্টদের চাপেই কি জমি বিক্রি করতে হয় ‘কাকু’কে? নাকি কেন্দ্রীয় সংস্থার ভয়ে?

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে একাধিক গ্রেফতারির পর সামনে আসে বেহালার সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নেওয়া হত টাকা। চাকরি দেওয়াও হত। তদন্তকারী সংস্থার দাবি, একাধিক সাব-এজেন্টের মাধ্যমে ওই টাকা নিতেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাহলে কেন জমি বিক্রি করতে হল?

সাপ্লিমেন্টারি চার্জশিটে লেখা আছে, যখন একাধিক চাকরি প্রার্থী টাকা দেওয়ার পরও চাকরি পাচ্ছিলেন না, তখন তাঁরা সাব-এজেন্টদের মাধ্যমে সুজয়কৃষ্ণ ভদ্র ও অরুণ কুমার হাজরাকে টাকা ফেরত দিতে চাপ দেন। তদন্তে আরও দেখা গিয়েছে যে, ঘুষের টাকা ফেরত দিতে বেহালার ম্যান্টনের ৩৭ কাঠা জমি বিক্রি করে দেওয়া হয়। সুজয়কৃষ্ণের সংস্থা ও পরিবারের নামে কেনা হয়েছিল ওই জমি।

সিবিআই আরও জানিয়েছে যে ওই জমির দাম ছিল সাড়ে তিন কোটি, কিন্তু সেল ডিডে অর্থাৎ জমি বিক্রির কাগজে দেখানো হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা। চার্জশিটে উল্লেখ রয়েছে, চাকরি প্রার্থীদের সঙ্গে অরুণ হাজরা ও তাঁর সাব এজেন্টদের চুক্তিপত্রও সামনে এসেছে। সেখানেই ঘুষ-ফেরত দেওয়ার বিষয়টি রয়েছে। মোট ৭৮ কোটি টাকার কথা উল্লেখ ছিল নথিতে।