Calcutta High Court: একজন রাজনীতিক এমন অভিযোগ করলে, কোর্টের জন্য বিড়ম্বনার: বিচারপতি ঘোষ
Calcutta High Court: মঙ্গলবার শুনানিতে রাজ্য প্রশ্ন করে, সুকান্ত এমন একটা উদাহরণ দেখান, যেখানে তিনি কোথাও যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু অনুমতি দেওয়া হয়নি?

কলকাতা: বারবার হেনস্থা করছে পুলিশ, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মামলায় এবার হলফনামা চাইল আদালত। রাজনৈতিক ব্যক্তি এমন অভিযোগ তুললে, তা বিড়ম্বনার। এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
কিছুদিন আগেই কলকাতার রাস্তায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত। তাঁকে এক চিকিৎসকের বাড়ি যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে সুকান্তকে গ্রেফতারও করা হয়। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনার বজবজে যাওয়ার সময়ও তাঁকে পুলিশের বাধার মুখে পড়তে হয়। পরপর এমন কয়েকটি ঘটনার পরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুকান্ত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে চলছে সেই মামলার শুনানি।
সুকান্তর আইনজীবীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে অন্তত তিনটি ঘটনা ঘটেছে, যেখানে কোনও কারণ ছাড়াই সুকান্ত মজুমদারকে কলকাতা পুলিশ তুলে নিয়ে গিয়ে হেনস্থা করেছে। লালবাজারের সেন্ট্রাল লক আপে ১৬ ঘণ্টার বেশি আটকে রাখার ঘটনা ঘটেছে। এমনভাবে প্রতি পদে পদে বাধা দেওয়া বন্ধ করুক পুলিশ।
মঙ্গলবার শুনানিতে রাজ্য প্রশ্ন করে, সুকান্ত এমন একটা উদাহরণ দেখান, যেখানে তিনি কোথাও যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু অনুমতি দেওয়া হয়নি? রাজ্য এই মামলার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হলফনামা দেওয়ার অনুমতি চায়। সব পক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে। এরপর আগামী ২৪ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন এজি-কে পরামর্শ দিয়ে বলেছেন, “এমন ঘটনা যাতে না ঘটে, সেটা দেখুন। এটা আমজনতা এসে বললে সেটা নিয়ে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু একজন রাজনীতিক যদি এমন অভিযোগ করেন, তাহলে সেটা কোর্টের জন্য খুব বিড়ম্বনার। এটা অপ্রয়োজনীয় বিবাদ।”
