কলকাতা: এবার লোকসভা নির্বাচনে আরও বেশি আসন চায় বঙ্গ বিজেপি (Bengal BJP) শিবির। ১৮টি আসনে আর সন্তুষ্ট থাকতে চাইছে না রাজ্য বিজেপি। এবার সংখ্যা বাড়াতে হবে। শুক্রবার ব্যান্ডেলে দলীয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, লোকসভার আসন বাড়াতে হলে বুথস্তরে শক্তি বাড়াতে হবে। শুক্রবার ব্যান্ডেলের বৈঠকে আনুষ্ঠানিক লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে আসন সংখ্যায় ১৮ থেকে বেড়ে ২৪-এর উপরে উঠতে হবে। শুক্রবারের সেই বৈঠকের পর এবার উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে বঙ্গ বিজেপির সভাপতি স্পষ্ট বার্তা দিয়েছেন ওই কেন্দ্রে জেতার জন্য কী কী করতে হবে। পরিষ্কার বলে দিলেন, “এই কেন্দ্রে জিততে হবে এবং এখন থেকে তার প্রস্তুতি শুরু করতে হবে। প্রধানমন্ত্রীর মত কি বাত অনুষ্ঠান সব বুথে দেখানোর ব্যবস্থা করতে হবে।” এখন থেকেই বুক কমিটি করে কাজ শুরু করার নির্দেশ দেন তিনি । রবিবাসরীয় ওই বৈঠকে সজল ঘোষ, উওর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন । সূত্রের খবর সুকান্ত মজুমদার বৈঠকে জানিয়েছেন, এই কেন্দ্রে তাঁদের জয়ের সব সম্ভাবনা আছে।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে গেরুয়া পালে জোরে হাওয়া বইতে শুরু করেছিল। এরপর একুশের বিধানসভা নির্বাচনে এক উল্কাগতির উত্থান দেখেছিল বঙ্গ বিজেপি। কিন্তু তারপর পুরভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। এমন অবস্থায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে শক্তি পরীক্ষার বড় মঞ্চ হল পঞ্চায়েত ভোট। এরপর আর বড় কোনও নির্বাচন নেই রাজ্যে। শুক্রবার ব্যান্ডেলের বৈঠকেও শুভেন্দু অধিকারী সেই বার্তা দিয়েছেন। বলেছেন, ‘পঞ্চায়েত যদি জিততে চাই, লোকসভায় ১৮-কে যদি ২৪-এর উপরে নিয়ে চাই… তাহলে মণ্ডল এবং বুথস্তরে শক্তি বাড়াতে হবে।’ এখন দেখার বিজেপির এই প্রস্তুতি শেষ পর্যন্ত লোকসভার ভোটে কতটা ছাপ ফেলতে পারে।
সূত্রের খবর, বিজেপির অন্দরের একাংশ প্রশ্ন তুলছে, বিজেপির সংগঠনের যা অবস্থা তাতে তিনটে লোকসভা আসন ছাড়া বাকি কোনওটাতেই জেতার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ২৪-এর উপর আসন কী করে পাবে? উল্লেখ্য, বর্তমানে উত্তর কলকাতা রয়েছে তৃণমূলের দখলে। সেখানে সাংসদ রয়েছেন বর্ষীয়ান রাজনীতিক সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপির দিকে ভাগ্য ঘোরাতে আগামী দিনে কোন রণকৌশল নেয় পদ্ম শিবির, সেই দিকেই নজর রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের। যদিও বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেও কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন বিজেপি নেতা আরও একধাপ এগিয়ে বলেন, ‘উত্তর কলকাতায় কোনও বিধানসভায় বিজেপি নেই। তাও কী করে সভাপতি ভাবছেন এই কেন্দ্রে জিতবেন?’