কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের (Amit Banerjee) আনা মানহানির মামলায় (Defamation Case) আলিপুর আদালত শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দিয়েছিল। সেই হাজিরা এড়ানোর জন্য আবেদন করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু ইতিপূর্বেই সেই আবেদন খারিজ করে শুভেন্দুকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। হাইকোর্টে সেই মামলার শুনানির আগেই সোমবার নিম্ন আদালতে শুভেন্দুর হাজিরার দিন। কিন্তু যেহেতু বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, এমন অবস্থায় সোমবার শেষ পর্যন্ত শুভেন্দু হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, ওই মানহানি সংক্রান্ত মামলা ১৯ ডিসেম্বর (সোমবার) আলিপুর আদালতের নবম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ মিত্রর এজলাসে শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে কেন মানহানির রুল জারি করা হবে না, সেই বিষয়ে আদালতের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তির আবেদন জানিয়ে বৃহস্পতিবার নিম্ন আদালতে শুভেন্দু আবেদন জানিয়েছিলেন। কিন্তু তা খারিজ করে দিয়েছিল আদালত।
উল্লেখ্য, শুভেন্দুর বিরুদ্ধে করা ওই মানহানির মামলায় অমিত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গত ২০ জুন একটি বেসরকারি সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, তিনি (অমিত বন্দ্যোপাধ্যায়) এক হাজার কোটি টাকার মালিক। তাতেই আপত্তি জানিয়েছেন অমিত বন্দোপাধ্যায়। মামলাকারী অমিতবাবু দাবি, শুভেন্দু অসত্য এবং মিথ্যা দাবি করছেন। অমিত বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, তাঁর পরিবারের অনেকে রাজনীতিতে থাকলেও তিনি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। শুভেন্দু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর সম্মানহানি করেছেন।
অমিত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিভিন্ন ফোরামে তাঁকে নিয়ে এ ধরনের মানহানিকর মন্তব্য করেছেন শুভেন্দু। যদিও ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, তাঁর অভিযোগের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। একজন সাধারণ নাগরিক হিসেবে এই অভিযোগ করা হয়েছে।