Sukanta Majumdar: ‘পঞ্চায়েতে মোদী-শাহদের দরকার নেই’, বললেন সুকান্ত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 17, 2022 | 4:03 PM

Sukanta Majumdar: সুকান্ত বললেন, "পঞ্চায়েত ভোটে অমিত শাহ বা প্রধানমন্ত্রীর নামার দরকার নেই। ওনারা লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে আসবেন রাজ্যে।"

Sukanta Majumdar: পঞ্চায়েতে মোদী-শাহদের দরকার নেই, বললেন সুকান্ত
বামদিকে গতরাতে বৈঠকের ছবি, ডানদিকে সুকান্ত মজুমদার

Follow Us

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বার বার ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), জে পি নাড্ডারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করেছেন। বিধানসভা ভোটে দু’শো পার করার হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। সেই টার্গেট পূরণ না হলেও বিধানসভায় প্রাপ্ত আসনের নিরীখে বঙ্গ বিজেপির এক উল্কাগতির উত্থান দেখা গিয়েছিল। বাম-কংগ্রেস শূন্য বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি (BJP)। বছর ঘুরলেই রাজ্যে ফের বড় নির্বাচন। পঞ্চায়েত ভোট। তবে আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্যে আসার দরকার নেই বলেই দাবি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। জানিয়ে দিলেন, পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যের বিজেপি নেতারাই যথেষ্ট।

অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে বিদায় জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বললেন, “পঞ্চায়েত ভোটের জন্য অমিত শাহকে প্রয়োজন হওয়ার দরকার নেই। এর জন্য আমাদের রাজ্যের নেতারাই যথেষ্ট। আমরা ওনাকে বলেছি, পঞ্চায়েত ভোটে আমরা কীভাবে পরিকল্পনা করেছি। সেই কথা তিনি শুনেছেন। কিন্তু পঞ্চায়েত ভোটে অমিত শাহ বা প্রধানমন্ত্রীর নামার দরকার নেই। ওনারা লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে আসবেন রাজ্যে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও আসবেন। তবে পঞ্চায়েত ভোটের জন্য বিজেপির পশ্চিমবঙ্গ শাখাই যথেষ্ট।”

বঙ্গ বিজেপির সভাপতি আরও জানান, “আমরা লড়াই করব। গতবার আমরা প্রায় ছয় হাজার পঞ্চায়েত সদস্য পেয়েছিলাম। এবার আমরা তিনগুণ, চারগুণ টার্গেট নিয়ে এগোচ্ছি এবং আমরা জিতব।” উল্লেখ্য ঝটিকা সফরে ২৪ ঘণ্টার কম সময় কলকাতায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠাঁসা কর্মসূচির মধ্যেও শুক্রবার রাতে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের জন্য সময় বের করে নিয়েছিলেন অমিত শাহ। সেই বৈঠকের পর বেশ চনমনে বঙ্গ বিজেপি শিবির। মোদীর সেনাপতির ‘টনিক’ পাওয়ার পর এখন আত্মবিশ্বাসে ভরপুর সুকান্ত মজুমদাররা। বঙ্গ বিজেপির সভাপতির এই পঞ্চায়েত-হুঙ্কার থেকেই তা খানিক স্পষ্ট।

Next Article