Sukanta Majumdar: এটা হাইজ্যাক করা শহিদ দিবস: সুকান্ত মজুমদার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 21, 2022 | 4:21 PM

Kolkata: দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন কলকাতায়। এক কথায় কলকাতা যেন মিনি পশ্চিমবঙ্গ।

Sukanta Majumdar: এটা হাইজ্যাক করা শহিদ দিবস: সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার

Follow Us

কলকাতা: পালিত হচ্ছে তৃণমূলের শহিদ দিবস। দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন কলকাতায়। এক কথায় কলকাতা যেন মিনি পশ্চিমবঙ্গ। তবে তৃণমূলের এই শহিদ দিবসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘এটা হাইজ্যাক করা শহিদ দিবস।’

হাওড়ায় বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে বুধবার বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘কালকে যে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে। সেই দেশি মদ থেকে এক টাকা থেকে দেড় টাকা প্রতি বোতল তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে পৌঁছয়। সেই কারণে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ১১ জন মানুষ মারা গিয়েছেন।সঠিক সংখ্যা এখনও আমরা জানতে পারছি না। প্রশাসন এই সংখ্যা কমানোর চেষ্টা করে যাচ্ছে। তারই সেলিব্রেশন হচ্ছে একুশে জুলাই।’

একুশের শহিদ মঞ্চে যাওয়ার জন্য পুলিশের তরফ থেকে ফোন করা হচ্ছে বিরোধীদের। এই প্রসঙ্গে তিনি সুকান্ত বলেন, ‘পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে।পশ্চিমবঙ্গের পুলিশ যদি অন্যান্য রাজ্যের পুলিশের মত নিরপেক্ষ হয়ে যায় ১৫ মিনিটও সময় লাগবে না তৃণমূল কংগ্রেসের অনেক নেতা যারা ঘরে ঢুকে তালা বন্ধ করে বসে থাকবেন। বহু নেতা আছে যাঁরা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে।’

এরপর তিনি বলেন, ‘আপনাদেরকে শুধু এটাই বলব ২০০৯ বামফ্রন্টের ধর্মতলা সভার ছবি দেখে নেবেন। কার্যত সময় লাগেনি সেই সরকার উঠে গেছে। এই সরকারেরও তাই হবে। ২৬ অবধি অপেক্ষা করতে হবে না।’

Next Article