Sukanta Majumder On Binoy Tamang: ‘একই মহিলার একই স্বামীর সঙ্গে দ্বিতীয় বিয়ে’, বিনয়ের তৃণমূলে যোগ প্রসঙ্গে সুকান্ত

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 25, 2021 | 9:42 AM

Sukanta Majumder On Binoy Tamang: " ওঁ তো তৃণমূলের লোক। পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলনের পর বিমল গুরুংকে ছুরি মেরে জিটিএ চেয়ারম্যান হলেন। বিধানসভায় তৃণমূলের হয়ে লড়লেন। এখন আবার তৃণমূল যোগ!"

Sukanta Majumder On Binoy Tamang: একই মহিলার একই স্বামীর সঙ্গে দ্বিতীয় বিয়ে, বিনয়ের তৃণমূলে যোগ প্রসঙ্গে সুকান্ত
বিনয়ের তৃণমূল যোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: “একই মহিলার একই স্বামীর সঙ্গে দ্বিতীয় বিবাহ।” বিনয় তামাংয়ের তৃণমূলে যোগ প্রসঙ্গে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, শুক্রবারই বঙ্গ রাজনীতিতে নয়া চমক তৈরি করে তৃণমূলে যোগ দেন বিনয় তামাং। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ” ওঁ তো তৃণমূলের লোক। পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলনের পর বিমল গুরুংকে ছুরি মেরে জিটিএ চেয়ারম্যান হলেন। বিধানসভায় তৃণমূলের হয়ে লড়লেন। এখন আবার তৃণমূল যোগ!”

ক্যামাক স্ট্রিটে একটি হোটেলে তৃণমূলে যোগ দেন বিনয়। একই সঙ্গে তৃণমূলে যোগ দিলেন রোহিত শর্মাও। তিনি কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক। জিটিএ নির্বাচনের আগেই বিনয় তামাংয়ের তৃণমূলে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এদিন তৃণমূলে যোগ দিয়ে বিনয় তামাং বলেন, “গত ১৫ জুলাই আমি আমার দল থেকে ইস্তফা দিয়েছিলাম। পদও ছেড়েছিলাম। এরপর আজ ১৬৪ দিন হয়ে গেল। এই সময়ের মধ্যে আমি কিন্তু অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হইনি। যোগাযোগও করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিলই। উনি একজন ডায়ানামিক লিডার। এক সময় স্থানীয় পার্টি করতাম। এখন জাতীয় দল করে মানুষের সেবা করতে চাই। আমরা চাই ২০২৪ সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে। সর্বভারতীয় তৃণমূলে থেকেই আমরা পাহাড়বাসী, গোটা উত্তরবঙ্গের মানুষের সেবা করতে চাই।”

২০১৭ সালে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে পাহাড় যখন উত্তপ্ত হয়ে ওঠে, সে সময় সেই আন্দোলনের পুরোভাগে ছিলেন বিনয় তামাংও। কিন্তু তৃণমূল কোনওদিনই বাংলা ভেঙে পৃথক রাজ্যের সমর্থনে নয়। তা হলে এবার বিনয়ের কী অবস্থান হবে? এ প্রশ্নের জবাবে বিনয় তামাং বলেন, “২০১৭ সালে ১০৫ দিনের যে হরতাল ছিল তখনও কিন্তু আমিই ওখানে শান্তি ফেরানোর লক্ষ্যে এগিয়ে গিয়েছিলাম। সে সময় ওখানে জীবন মরণের বিষয় ছিল। মানুষের জীবনকে সুরক্ষা দিতে আমিও কিন্তু এগিয়ে গিয়েছিলাম।”

গোর্খাল্যান্ড একটি সাংবিধানিক ইস্যু বলে এদিন তুলে ধরেন বিনয় তামাং। বিনয়ের দাবি, “ভারতীয় জনতা পার্টি এই ইস্যুকে ললিপপ করে তিনবার সাংসদ জিতিয়ে নিয়ে গেল। এই ইস্যুকে নিয়ে আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে গিয়েছে। এটা রাজ্যের বিষয় না। আলাদা রাজ্যের বিষয় নয়। আমরা চাই সকলে মিলেমিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের উন্নয়ন করতে। শিক্ষা হোক বা স্বাস্থ্য বা পর্যটন। যেখানেই আমরা কাজ করতে পারি, সেখানে কাজ করব। এই জন্য সর্বভারতীয় দল তৃণমূলে যোগ দিয়েছি।”

আরও পড়ুন: Sukanta Majumder: ‘দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই চ্যালেঞ্জ করে’, মুখ্যমন্ত্রীর আচার্য হওয়া বিষয়ক ‘ভাবনা’র প্রেক্ষিতে মত বিজেপির

আরও পড়ুন:  Jagdeep Dhankhar: আচার্যকে না জানিয়েই উপাচার্য নিয়োগ কীভাবে? রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্যপাল

আরও পড়ুন: Dilip Ghosh On Mukul Roy: ‘শেষ জীবনে এত কষ্ট পাওয়া, অপমানিত হওয়া…’ মুকুলের বেফাঁস মন্তব্য প্রসঙ্গে দিলীপের অন্য তত্ত্ব

Next Article