কলকাতা: রাষ্ট্রপতি ভোটের জন্য বিধানসভা থেকে ছাপা ব্যালট পেপার গেল নির্বাচন কমিশনে। আবার সেই ব্যালট পেপার ও ব্যালট বাক্স আগামীকাল, বুধবার বিধানসভায় আসবে। রাজ্যের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার ছাপা হয়েছিল এখানে। সেগুলি ঠিকঠাক হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা। সে কারণে মঙ্গলবার সেগুলি দিল্লি যাচ্ছে। এ দিন সকাল থেকে বিধানসভায় এসে তার তদারকি করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দায়িত্বপ্রাপ্তরা। জানা গিয়েছে, বুধবারই কমিশনের সম্মতি দেওয়া ব্যালট পেপার, ব্যালট বাক্স ফেরত আসবে। একইসঙ্গে আসবে সেইসব নামের তালিকা, যে সাংসদরা রাজ্য বিধানসভায় ভোট দেবেন।
১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। রাজ্য বিধানসভায় ভোট দেবেন রাজ্যের বিধায়করা। কয়েকজন সাংসদের নামও থাকছে তালিকায়। সাধারণত, সাংসদরা দিল্লিতে গিয়েই ভোট দেন। তবে কেউ চাইলে নির্দিষ্ট বিধানসভায় ভোট দেওয়ার ক্ষেত্রে আগাম আবেদন জানাতে পারেন নির্বাচন কমিশনে। কারা এবার রাজ্য বিধানসভায় ভোট দেবে, দিল্লি থেকে তালিকা এলেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই বিধানসভায় তৈরি হয়েছে স্ট্রং রুম। কড়া নিরাপত্তা সেখানে। যাঁরা নিরাপত্তার দায়িত্বে, তাঁরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ কর্তব্যরত অবস্থায় স্মার্ট ফোনে চোখ রাখা যাবে না।
স্ট্রংরুম তৈরি হয়েছে। সেখানে থাকছে পাঁচটি ক্লোজ সার্কিট ক্যামেরা। সংশ্লিষ্ট স্ট্রংরুমটি সবসময় তালাবন্ধই থাকছে। পুলিশি নিরাপত্তা বলয় ঘিরে রেখেছে তা। ভোট শেষ না-হওয়া পর্যন্ত স্ট্রংরুমের বাইরে সর্বক্ষণের জন্য মোতায়েন থাকছে পুলিশ। নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বৈঠক করেছেন বিধানসভার আধিকারিকরা। ভোটের সময় তাঁরাই নির্বাচন কমিশনের কর্মী-অফিসার।
CEC Shri Rajiv Kumar along with EC Shri Anup Chandra Pandey supervising the distribution and dispatch of Ballot Box and other poll related materials for Presidential Election 2022 to AROs from States /UTs at Nirvachan Sadan today#PresidentialElections2022 pic.twitter.com/td44p9fM3F
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) July 12, 2022
ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভোট যাতে বাইরে থেকে কর্মী এনে করানো হয়, তার দাবি তুলেছে বিজেপির পরিষদীয় দল। তাদের বক্তব্য, বিধানসভার কর্মীদের নিরপেক্ষতা নিয়ে তাদের মনে প্রশ্ন রয়েছে। এ রাজ্যের বিধানসভার কর্মীদের উপর ভরসা রাখতে পারছে না তারা। কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানানোর কথা বলেন বিরোধী দলের সচেতক মনোজ টিগ্গা। পাল্টা তৃণমূলের দাবি, এ ধরনের কথা বিধানসভার কর্মীদের অপমানের সমান। প্রসঙ্গত, এবারের রাষ্ট্রপতি ভোটে এনডিএ’র মুখ দ্রৌপদী মুর্মু। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। সোমবারই দ্রৌপদী মুর্মু কলকাতায় প্রচার-সফরে আসেন। তবে যশবন্ত সিনহার এ রাজ্যে প্রচারে আসছেন না বলেই খবর।