Abhishek Banerjee: দুই বিচারপতি মামলায় অভিষেকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Jan 19, 2024 | 4:32 PM

Abhishek Banerjee: সুপ্রিম কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল, তাঁর সম্পর্কে আদালতে এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ইডি, সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। একইসঙ্গে অভিষেকের আর্জি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

Abhishek Banerjee: দুই বিচারপতি মামলায় অভিষেকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফেরাল সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বিরুদ্ধে করা এই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। নতুন করে আর্জি জানাতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই, তাই তা খারিজ, পর্যবেক্ষণ বেঞ্চের।

সুপ্রিম কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল, তাঁর সম্পর্কে আদালতে এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ইডি, সিবিআই যেন প্রভাবিত না হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হোক। একইসঙ্গে অভিষেকের আর্জি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, “খারিজের বিষয় নয়। কোনও পিটিশন খারিজ হয়নি। মডিফিকেশন অব অ্যাপ্লিকেশন করা হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে আগেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সেখানে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন। সেখানে রেজিস্ট্রির নতুন আবেদন করতে বলেছে। সেইমতো পদক্ষেপ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা খাওয়ার কোনও বিষয় নেই।”

তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “এটা তো প্রত্যাশিত ছিল।” অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, অভিযুক্ত বিচারক হতে চাইলে তো কিছু করার নেই।

Next Article