Congress: ‘একলা চলোর’ রিপোর্ট নিয়ে দিল্লিতে শুভঙ্কর, ছাব্বিশের আগে আদৌও বদলাবে কংগ্রেসের রণকৌশল?

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Nov 01, 2024 | 8:39 PM

Congress: ২১ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব পান শুভঙ্কর। তারপরে এই প্রথম দিল্লি যাওয়া। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ছয় কেন্দ্রে উপনির্বাচনে আলোচনার সঠিক সময়াভাবে জোট হয়নি বলে টেলিফোনে আলোচনা শেষ করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

Congress: ‘একলা চলোর’ রিপোর্ট নিয়ে দিল্লিতে শুভঙ্কর, ছাব্বিশের আগে আদৌও বদলাবে কংগ্রেসের রণকৌশল?
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ‘একলা চলোর’ রিপোর্ট নিয়ে দিল্লি যাচ্ছেন শুভঙ্কর সরকার। একক শক্তিতে কর্মীরা অনেক বেশি উজ্জীবিত হয়। তাই তাঁদের ভাবনাকে গুরুত্ব দেওয়া উচিত। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এবার কর্মীদের সেই ভাবনার কথা জানাতে দিল্লি গেলেন শুভঙ্কর।

২১ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব পান শুভঙ্কর। তারপরে এই প্রথম দিল্লি যাওয়া। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ছয় কেন্দ্রে উপনির্বাচনে আলোচনার সঠিক সময়াভাবে জোট হয়নি বলে টেলিফোনে আলোচনা শেষ করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু বাম কংগ্রেস আসন সমঝোতা নিয়ে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 

তাঁর সেই উদ্যেগের জন্য জোট নিয়ে কি হচ্ছে, কথা হল কি না এসব নিয়ে এআইসিসি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতা হয়নি। কারণ, ওই  আসনগুলির দায়িত্বে থাকা জেলা সভাপতিরা একলা চলোর পক্ষে সওয়াল করেছিলেন। ওই সব আসনে কি করা উচিত, তা নিয়ে জেলা ভিত্তিক রিপোর্ট এসেছিল বিধানভবনে। সেই রিপোর্ট নিয়ে এবার দলের শীর্ষ নেতাদের জানাবেন শুভঙ্কর। শুক্রবারই দু’দিনের সফরে দিল্লি গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এখন দেখার উপর মহল শেষ পর্যন্ত শুভঙ্করের অবস্থান নিয়ে কী পর্যবেক্ষণ দেয়। 

Next Article