কলকাতা: পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। সরব বিজেপি। দাসপুরে হিরন্ময় গোস্বামীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে বলে অভিযোগ। গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি।
বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে দাসপুরের ধরমপুর গ্রামে ভগবত গীতার একটি কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন হিরন্ময় গোস্বামী। সেখানে কর্মসূচি শেষ করে বেরিয়ে এসে রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন, সে সময়ে ২ জন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ, দুই দুষ্কৃতী কাঁচি দিয়ে হিরন্ময়ের জটা কেটে দেয়। গলায় দড়ি দিয়ে পিছন থেকে পেঁচিয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ধর্মগুরুকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। গোটা বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টি নিয়ে সরব বিজেপি। বাংলায় আবারও হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু।