Suvendu on TMC MLA: ‘নেপালে মেডিক্যাল কলেজ আছে লাভপুরের বিধায়কের’, শুভেন্দুর অভিযোগে কী বলছেন রানা?
Lavpur TMC MLA: শুভেন্দু অধিকারীর দাবি, সেই মেডিক্যাল কলেজে রয়েছেন বিধায়কের মেয়ে। আর তাঁকে এখানকার চার সিভিক ভলান্টিয়ার্স পাহারা দেন বলেও দাবি শুভেন্দুর।
কলকাতা : কিছুদিন আগেই পরপর শাসক দলের দুই নেতা গ্রেফতার হয়েছেন। নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় নাম জড়িয়েছে তাঁদের। এরই মধ্যে ফের এক শাসক দলের বিধায়কের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানার একটি মেডিক্যাল কলেজ রয়েছে নেপালে। এমনই অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও দাবি, ওই মেডিক্যাল কলেজে বিধায়কের মেয়েকে পাহারা দেন লাভপুরের চার সিভিক ভলান্টিয়ার।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেছেন, লাভপুরের বিধায়কের একটা মেডিক্যাল কলেজ আছে নেপালে। তাঁর অভিযোগ, এ রাজ্য থেকে টাকা পাচার করে ওই মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে নেপালে। আর সেখানে বিধায়কের মেয়ে পড়াশোনা করেন বলেও দাবি বিরোধী দলনেতার। তাঁর অভিযোগ, নেপালে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন লাভপুর থানার চার সিভিক ভলান্টিয়ার্স। সাহেব মজুমদার, দীনময় মণ্ডল ও আরও দু’জন সিভিক ভলান্টিয়ার্স নেপালে রয়েছেন বলে দাবি করেছেন তিনি।
তবে বিধায়ক রানার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শুভেন্দুর অভিযোগের পর লাভপুরের বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে আমি স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেব। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর দাবি, অভিযোগ প্রমাণিত হলে সব সরকারি পদ এবং দলের সব পদ থেকেও সরে দাঁড়াবেন তিনি।
উল্লেখ্য, বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত-ঘনিষ্ঠ বলেই পরিচিত এই বিধায়ক। কেষ্ট মণ্ডলের পর তিনিই ওই জেলায় তৃণমূলের শেষ কথা বলে মনে করা হয়। কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকেও তলব করেছিল সিবিআই। ওই মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার পরই তলব করা হয়েছিল তাঁকে। বিজেপি কর্মী গৌরব সরকার খুনের মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছিল।
এ দিন শুধু লাভপুরের বিধায়ক নয়, গোটা শাসক দলকে কার্যত হুঁশিয়ারি দেন শুভেন্দু। তৃণমূলকে বার্তা দিয়ে তিনি বলেন, ‘৭৫ শতাংশ ডাকাত সেখানে যাবেন, যেখানে গেলে দেশের আইন সম্মান পায়।’