Dilip Ghosh: সিবিআই নিয়ে বিস্ফোরক দিলীপকে সতর্ক থাকার ‘পরামর্শ’ নাড্ডার
Dilip Ghosh: কয়েকদিন আগেই সিবিআইয়ের তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। তুলেছিলেন তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ।
কলকাতা: হেস্টিংয়ে বিজেপির (BJP) সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) অনুপস্থিতি নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। গতকাল থেকেই তা নিয়ে জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বৈঠক শেষে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর সঙ্গে কথা হয় দিলীপের। অমিতই দিলীপের সঙ্গে ফোনে কথা বলান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda)। কী কথা হয়েছে ফোনালাপে? সূত্রের খবর, ফোনেই সিবিআই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে দিলীপ ঘোষকে সতর্ক থাকার ‘পরামর্শ’ দিয়েছেন নাড্ডা। বর্তমানে যা নিয়েই চর্চা চলছে বঙ্গ রাজনীতির অন্দরে।
এদিকে কয়েকদিন আগেই সিবিআই-তৃণমূল সেটিং নিয়ে সরব হতে দেখা যায় দিলীপকে। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে দিলীপ বলেন, “গত কয়েক মাস ধরে এখানে সিবিআই তদন্ত চলছে। কিন্তু, কেউ ধরা পড়ছিল না। কোনও এফেক্ট পড়ছিল না, কোনও ডকুমেন্ট আসছিল না! এর কারণ কী? সর্ষের মধ্যে ভূত ছিল। খবর আছে, এটা জানার পরেই কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে। যথারীতি যা হয় আর কী, সবাই বিক্রি হয়। তার দাম থাকে। কেউ লক্ষে হয়, কেউ কোটিতে।” তাঁর এ মন্তব্য নিয়ে জোরদার চর্চা শুরু রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, ফোনেই নাড্ডাকে রাজ্যে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, সব শোনার পর দিলীপকে নাড্ডা বলেন, “সিবিআই নিয়ে কিছু বলার ক্ষেত্রে সতর্ক থেকো। মিডিয়া এটাকে অন্যভাবে দেখাচ্ছে। গোটা দেশে সিবিআইয়ের একটা খারাপ ভাবমূর্তি তৈরি হচ্ছে। আমি বিষয়টা দেখছি।” এদিকে সোমবার বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংসে ছিল বিজেপির সাংগঠনিক বৈঠক। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, অমিত মালব্য সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। গুরুত্বপূর্ণ এই বৈঠকে ছিলেন না দিলীপ। সূত্রের খবর, ৪ তলায় বন্ধ ঘরে যখন বৈঠক করছেন সুকান্তরা তখন আট তলায় একাই ছিলেন দিলীপ। কিন্তু কেন? উত্তর খুঁজতে গিয়েই চড়ছে জল্পনার পারদ।