কলকাতা: আশানুরূপ হচ্ছে না বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। আর এই অভিযানে বিধায়কদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। এবার এই নিয়ে মুরলীধর সেন লেনে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা।
এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। কিন্তু, এখনও পর্যন্ত ২৫ লক্ষের মতো সদস্য সংগ্রহ হয়েছে। এই নিয়ে বনসল ক্ষোভ প্রকাশ করেছেন। আবার বঙ্গ বিজেপির নেতাদের অনুরোধ মেনে সদস্য সংগ্রহ অভিযান ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সদস্য সংগ্রহ কম হওয়া নিয়ে অনেক বিধায়কের যুক্তি ছিল, বিধানসভায় শীতকালীন অধিবেশন চলার জন্য সময় দেওয়া যাচ্ছে না। আজ, বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। এদিন দলীয় বৈঠকে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামিকাল থেকে সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়তে হবে। দায়িত্ব নিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। বিধায়কদের ২১ ডিসেম্বরের মধ্যে নিজের নিজের লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হয়েছে।
বিজেপির অন্দরে চর্চা চলছে যে, বিজেপি পরিষদীয় দল আর মূল সংগঠনের মধ্যে কো অর্ডিনেশনের অভাব রয়েছে। এবার সেই সব বিষয় নিয়ে সরাসরি বনসলের সঙ্গে কথা বলতে চান বিজেপি বিধায়করা। সপ্তাহ খানেকের মধ্যে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা।
একইসঙ্গে ২০২৬ সালের ভোট প্রস্তুতি শুরু করে দিতে হবে বলেও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। এলাকায় সময় দিতে, জনসংযোগ বাড়াতে বিধায়কদের বার্তা দেওয়া হয়। একইসঙ্গে তাঁদের বলা হয়, “মানুষের সমস্যা শুনুন। সমাধানের চেষ্টা করুন।” এদিনের বৈঠকে সংগঠনের তরফে উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ। বৈঠক শেষে মুখ খুলতে চাননি শুভেন্দু অধিকারী। শুধু বলেন, “এটা রুটিন বৈঠক।”