Suvendu Adhikari: ‘নবান্নে কোন ওয়াশিং মেশিনে পরিষ্কার করলেন তেজস্বীকে?’ রেড রোড থেকেই প্রশ্ন শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 29, 2023 | 2:52 PM

Suvendu Adhikari: শনিবার বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ধর্মতলায়। সেখানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।

Suvendu Adhikari: নবান্নে কোন ওয়াশিং মেশিনে পরিষ্কার করলেন তেজস্বীকে? রেড রোড থেকেই প্রশ্ন শুভেন্দুর
শুভেন্দু অধিকারী

Follow Us

কলকাতা: বিজেপিতে যোগ দিলে দুর্নীতির দাগ মুছে পরিষ্কার হয়ে যায়। ধরনা মঞ্চে প্রতীকী ওয়াশিং মেশিন তুলে এনে এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার সেই ধর্মতলা থেকেই মমতাককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে শুভেন্দু বলেন, ‘নবান্নে কোনও ওয়াশিং মেশিনে পরিষ্কার করলেন তেজস্বীকে?’ জমির বিনিময়ে চাকরি সংক্রান্ত মামলায় নাম রয়েছে আরজেডি নেতা তথা বিহারের উপ মুখ্যমন্ত্রীর তেজস্বী যাদবের। সম্প্রতি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তেজস্বী। সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

শনিবার বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ধর্মতলায়। সেখানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘ধরনার নামে নাটক করেছিলেন। উনি সবথেকে বড় নাট্যকার।’ তিনি আরও বলেন, ‘কোন ওয়াশিং মেশিনে তেজস্বীকে পরিষ্কার করা হল নবান্নতে এটাও আমরা জানতে চাই।’ ইদের মঞ্চ থেকে কেন মমতা রাজনৈতিক বার্তা দিলেন, সেই প্রশ্নও তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, ‘বাংলার সংখ্যালঘুরা আপনার ভোটব্যাঙ্ক কোনওদিন ছিল না, আগামিদিনেও থাকবে না।’

তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে পাল্টা আক্রমণ করেছে শুভেন্দুকে। তিনি বলেন, ‘আসলে উনি দলবদলু। ওঁকে হাতে করে টাকা নিতে দেখা গিয়েছিল। তারপরও বিজেপিতে গিয়ে বিরোধী দলনেতা হয়ে গেলেন। লোককে তো আক্রমণ করতেই হবে ওঁকে।’ কিছুদিনের মধ্যে শুভেন্দু অধিকারী ‘প্রাক্তন বিধায়ক’ হয়ে যাবেন বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেতা।

Next Article