কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালির সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, “এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন?” বিচারপতি আরও বলেন, “আগে সন্দেশখালিতে কোনও গোলমাল না থাকায় সেখানে কোনও দিন ১৪৪ ধারাও ছিল না। কিন্তু মামলা করার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।” বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, “এটা ইচ্ছেকৃত। আসলে সভা আটকাতেই এই ১৪৪ ধারা জারি। এটা অস্বীকার করবেন কী করে!”
রাজ্যকে নির্দেশ দেন, বিকল্প যে জায়গা চিহ্নিত করা হয়েছে সেখানে কোনও গোলমাল নেই। তাই সভা করতে দিতে হবে। আগামী ১০ মার্চ ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা হবে। তবে বিচারপতি এও নির্দেশ দিয়েছেন, সভা থেকে কোনওরকমের উস্কানি মূলক বক্তব্য দেওয়া যাবে না। ন্যাজাটের দক্ষিণ আক্রা তলায় নতুন সভার জায়গা চিহ্নিত করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর সভার জন্য ন্যাজাট থানা এলাকায় দুটি জায়গা ঠিক করা হয়েছিল।কিন্তু অভিযোগ ওঠে, অনুমতি চাওয়ার পরেই পুলিশ সেখানে ১৪৪ ধারা জারি করে দেয়। আদালতে এই বিষয়টি সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। প্রসঙ্গত, শেখ শাহজাহানের গ্রেফতারির দিনই সন্দেশখালিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সেদিনই ঘোষণা করেছিলেন ১০ মার্চ সন্দেশখালিতে সভা করবেন তিনি। সেই সভা নিয়েই জটিলতা শুরু হয়।