Governor: ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’, অধিবেশনের আগে বড় দাবি শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 10, 2025 | 2:11 PM

Governor: রাজ্যপালের ভাষণেই এবার বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে। কোনও সংঘাতে যাচ্ছে না রাজ্য। সেই অধিবেশন শুরুর আগেই বড় দাবি করলেন শুভেন্দু।

Governor: ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, অধিবেশনের আগে বড় দাবি শুভেন্দুর
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রাজ্যের লিখে দেওয়া ভাষণ ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বাজেট অধিবেশন শুরুর আগে এমনটাই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যপালের ভাষণ ছিল কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ভরা। তাই সেই ভাষণ পাঠ করবেন না বলে জানিয়ে দেন রাজ্যপাল। এরপর রাজ্য নতুন করে ভাষণ লিখে পাঠিয়েছে বলে দাবি শুভেন্দুর।

আজ, সোমবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগামী বুধবার বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্যপালের ভাষণ দিয়েই এবার অধিবেশন শুরু হবে। এবার আর কোনও সংঘাতের পথে হাঁটছে না রাজ্য। তবে রাজ্যের লিখে দেওয়া ভাষণ পছন্দ হয়নি বলেই দাবি করেছেন শুভেন্দু।

এদিন অধিবেশন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ঠেলায় না পড়লে, বিড়াল গাছে ওঠে না। রাজ্যপাল বাতিল করায়, নতুন বক্তৃতা লিখে পাঠাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।”

উল্লেখ্য, রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল রাজ্যপালের ভাষণ ছাড়াই। তবে এবার আর কোনও সংঘাত নেই। প্রথা মেনে রাজ্যপাল ভাষণ দেবেন বলে আগেই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়।

বাজেট অধিবেশনের আগে বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অধিবেশনের আগেই আসন্ন বিধানসভা ভোট ও চলতি বাজেট অধিবেশনে নিজেদের রণনীতি সাজিয়ে নেয় সরকার পক্ষ। রুদ্ধদ্বার বৈঠকের পর বিধানসভায় যান মমতা।