কলকাতা : মঙ্গলবার বিধানসভায় পাস হয়েছে বিএসএফের (BSF) ক্ষমতাবৃদ্ধি-বিরোধী প্রস্তাব। এ দিন সকাল থেকেই এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। তৃণমূল বিধায়কেরা বর্ণনা দেন কী ভাবে অত্যাচার করে বিএসএফ। বিএসএফের ক্ষমতাবৃদ্ধি করে আদতে পিছনের দরজা দিয়ে কেন্দ্র শাসন চালাতে চাইছে বলেও দাবি তৃণমূলের (TMC)। আর এই ইস্যুতেই ক্ষমতাবৃদ্ধির পক্ষে একাধিক যুক্তি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘কেন্দ্রকে বলব ৫০ কিলোমিটার নয়, ৮০ কিলোমিটার করা হোক।’
বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধি করা যে অনভিপ্রেত নয়, তা বোঝাতেই এ দিন শুভেন্দু বলেন, ‘জঙ্গলমহল, দার্জিলিংয়ে রাজ্যকে কারা রক্ষা করেছিল?’ রাজ্যের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘পুলিশের ক্ষমতা কোথাও কি খর্ব হয়েছে?’ উল্লেখ্য, তৃণমূল বিধায়কেরা এ দিন দাবি করেছেন, কেন্দ্রের অধীন সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্ষমতা বাড়িয়ে পুলিশের ক্ষমতা খর্ব করা হচ্ছে। শুভেন্দুর মতে, ‘আমাদের রাজ্যে পুলিশ ও বিএসএফ যৌথভাবে কাজ করলে ভালোই হবে।’ তিনি জানান, ৫০০ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। তাই এই প্রস্তাব প্রত্যাহার করা উচিত বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন। সেটার জবাব আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।
তৃণমূল দাবি কররেছে কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। তবে তা মানতে নারাজ বিরোধী দলনেতা। তিনি এ দিন মনে করিয়ে দেন, কিছুদিন আগেই খড়দহে বাংলাদেশি ভোটার ধরা পড়েছে। সুভাষগ্রামে জেএমবি জঙ্গি ধরা পড়ার কথাও মনে করিয়ে দেন তিনি। শুভেন্দু বলেন, ‘আমরা কেন্দ্রকে বলব বিএসএফের অধীন এলাকা বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হোক।’ তিনি মনে করেন, খোঁজ নিলে দেখা যাবে, অনেক রোহিঙ্গা ঢুকে রয়েছে। শুভেন্দু আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর খুনি পার্ক সার্কাসের বছরের পর বছর ছিল।
এ দিন প্রস্তাব পাস হয়ে যাওয়ার পর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘এরা ভুলে যায় যে এটা পশ্চিমবঙ্গের সুরক্ষার বিষয় নয়, ভারতের সুরক্ষার বিষয়।’ তৃণমূল সরকার বিধানসভায় বসে অধিকার বহির্ভূত চর্চা করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘এ ভাবে তৃণমূল শত্রুদের ইন্ধন জোগাচ্ছে।’ তৃণমূলের বিধানসভার পরিষদীয় নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যুক্তি, বিএসএফের ক্ষমতাবৃদ্ধি হলে ‘উত্তরবঙ্গের সিংহভাগ, বাংলার ৩৭ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রীয় সংস্থার হাতে। তিনি বলেন, ‘পিছন দরজা দিয়ে কেন্দ্রীয় শাসনের যে ইঙ্গিত বিজ্ঞপ্তিতে আছে, আমরা তার বিরোধিতা করছি।’
উল্লেখ্য, বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা করে আজ সরকারি প্রস্তাব আনা হয়েছিল বিধানসভায়। ভোটাভুটিতে পাস হয়ে গিয়েছে সেই প্রস্তাব। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১২টি ও বিপক্ষে ভোট পড়েছে ৬৩টি। বিএসএফের এক্তিয়ার বাড়ালে সংবিধানের বিরোধিতা করা হবে বলে দাবি তৃণমূল সরকারের। এই ইস্যুতেই এ দিন সরব হয়েছিলেন তৃণমূল বিধায়কেরা। কেন্দ্রীয় সরকার বিএসএফের এলাকাবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত, এই মর্মেই সরকারি প্রস্তাব আনা হয় মঙ্গলবার।