Mamata’s Sanhati Yatra: হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মমতার ‘সংহতি যাত্রা’ রুখতে হাইকোর্টে শুভেন্দু

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 17, 2024 | 11:47 AM

Suvendu Adhikari in High Court: উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলেও সারা দেশ জুড়ে দিনটি উদযাপনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য ওই দিনটিকেই বেছে নিয়েছেন মমতা। তাঁর ঘোষণা অনুযায়ী, ২২ জানুয়ারি কলকাতা ও প্রত্যেকটি জেলায় ব্লকে ব্লকে মিছিল করে সংহতির বার্তা দেওয়া হবে।

Mamatas Sanhati Yatra: হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মমতার সংহতি যাত্রা রুখতে হাইকোর্টে শুভেন্দু
হাইকোর্টে মামলা শুভেন্দুর
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সংহতি যাত্রা’র কথা ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই হাইকোর্টে শুভেন্দু অধিকারী। আগামী ২২ জানুয়ারি, যে দিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে, সে দিনই রাজ্যে ‘সংহতি যাত্রা’র ডাক দিয়েছেন মমতা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেছেন তিনি। সেই উদ্যোগের বিরোধিতা করে বুধবার সকালেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর দাবি, ওই দিন সংহতি যাত্রা হলে রাজ্যে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। ওই যাত্রা যাতে না হয়, সেই আর্জি জানিয়েই জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক।

বুধবার সেই জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টেপ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। মামলায় যুক্ত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।

উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলেও সারা দেশ জুড়ে দিনটি উদযাপনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য ওই দিনটিকেই বেছে নিয়েছেন মমতা। তাঁর ঘোষণা অনুযায়ী, ২২ জানুয়ারি কলকাতা ও প্রত্যেকটি জেলায় ব্লকে ব্লকে মিছিল করে সংহতির বার্তা দেওয়া হবে। আর কলকাতায় হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত হবে মেগা মিছিল। সেখানে উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। মুখ্যমন্ত্রী থাকবেন মিছিলের নেতৃত্বে।

শুভেন্দু অধিকারীর যুক্তি হল, ওই দিনে হাজরা থেকে পার্ক সার্কাস অবধি মিছিল হলে ভুল বার্তা যেতে পারে। এই প্রসঙ্গে হনুমান জয়ন্তী সহ বিভিন্ন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন বিরোধী দলনেতা, যেখানে বিভিন্ন জায়গায় সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। তাই এবারও তেমন কিছু হতে পারে বলে আশঙ্কা রয়েছে শুভেন্দুর।

Next Article