কলকাতা: ফুলবদলের জন্যই একের পর এক মামলার জালে জড়ানো হচ্ছে তাঁকে। একে রাজ্য সরকারের প্রতিহিংসার অঙ্গ বলেই মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তাঁর দাবি, হয় এই সমস্ত মামলা থেকে তাঁকে মুক্ত করা হোক। নতুবা সব মামলার দায়ভার সিবিআই-কে দিয়ে দেওয়া হোক। এই মর্মে নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়ের বিরুদ্ধেও একের পর এক মামলার জাল বুনেছিল রাজ্য সরকার। একই ভাবে এখন তাঁর বিরুদ্ধে সেই আচরণ করা হচ্ছে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে। এহেন অভিযোগ তুলে পৃথক চারটি মামলা খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। যদি একান্তই মামলা থেকে মুক্তি না দেওয়া হয়, তবে যেন সিবিআই-এর হাতে সমস্ত মামলার তদন্তভার তুলে দেয় আদালত, আবেদন শুভেন্দুর। এই মামলাগুলির প্রেক্ষিতে আদালতে বিজেপি নেতার আইনজীবী বলেন, “দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, মামলা করা ছাড়া আর কোন উপায় ছিল না।”
সূত্রের খবর, ত্রিপল চুরি, সেচ দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি-সহ তাঁর ব্যক্তিগত রক্ষীর আত্মহত্যার মামলার মতো বেশ কয়েকটি মামলা করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরকমই পৃথক ৪ টি মামলা থেকে তিনি মুক্তি চেয়েছেন শুভেন্দু। যিনি ২০০৬ সাল থেকে আইনপ্রণেতা, তিনিই কি না যাবেন আইন ভাঙতে! এমনই বিস্ময় প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন শুভেন্দুর আইনজীবী।
শুভেন্দুর পক্ষ থেকে তাঁর আইনজীবীর প্রশ্ন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাবে ত্রিপল চুরি করতে? আমি কি আমি কি চাকরি দেব বলে টেবিল পেতে বসেছিলাম? ২০১৮ সালের আত্মহত্যার মামলায় খুনের অভিযোগ আনা হচ্ছে। এটা কি প্রতিশোধমূলক আচরণ নয়?”
ঠিক এই যুক্তিমালা সাজিয়েই শুভেন্দুর আইনজীবীর দাবি, হয় তাঁর মক্কেলের বিরুদ্ধে থাকা এই চারটি এফআইআর খারিজ করা হোক, নতুবা এই মামলাগুলির তদন্তভার সিপিআই-এর সঁপে দেওয়া হোক। যদিও এই আবেদনের পরই তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি মামলা সিবিআই-এর হাতে গেলে মুক্তি পাওয়া নিশ্চিত ধরেই এহেন আবেদন জানানো হচ্ছে শুভেন্দুর আইনজীবীর পক্ষ থেকে? আরও পড়ুন: ‘তিন বছর কোথায় ছিলেন?’ গাড়ির বাইরে তুমুল উত্তেজনা, নির্লিপ্ত দিলীপ বললেন…