Suvendu Adhikari: ‘রোডম্যাপ তৈরি আছে, সুন্দরভাবে হাঁটছি’, পঞ্চায়েত ভোট নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু
Suvendu Adhikari on Panchayat Election: মঙ্গলবারই শুভেন্দু জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তারপরই এমন মন্তব্য করলেন শুভেন্দু।
কলকাতা : রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে গত এক মাসে অস্থির হয়ে উঠেছে, তা বেশ স্পষ্ট। শাসক-বিরোধী তরজাও তুঙ্গে। এরই মধ্যে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। প্রতিটি জেলার নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন অভিষেক। দলীয় কর্মীদের বেশ কিছু বার্তাও দেন তিনি। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ‘পঞ্চায়েত নিয়ে ভাবছি না। রোডম্যাপ তৈরি করা আছে। রোডম্যাপ ধরে সুন্দরভাবে হাঁটছি।’ অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি আত্মবিশ্বাসী বলেই উল্লেখ করেন।
সূত্রের খবর, এ দিনের বৈঠকে ওই জেলার নেতাদের অভিষেক বার্তা দিয়েছেন স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকে এগিয়ে আসতে হবে। পঞ্চায়েতে যাতে কোনও গা জোয়ারি না হয়, তেমন বার্তাই দিয়েছেন তিনি। তাতে কয়েকটা আসন হারাতেও রাজি অভিষেক। সেই সঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি লোকসভা আসনগুলিতে জোর দেওয়ার কথা বলেছেন বলেও সূত্রের খবর।
এ বিষয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে, তিনি সাফ জানান পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি। এ দিন তিনি বারবার বলেন, ‘অপেক্ষা করুন, অনেক কিছু দেখতে পাবেন।’ তাঁর কথায়, ‘৭৫ শতাংশ ডাকাত যেখানে থাকলে দেশের আইন সম্মান পাবে, সেখানেই পাঠানোর ব্যবস্থা হবে।’ কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, নিয়োগ দুর্নীতি, গ্রামোন্নয়নের টাকা চুরির মতো বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
একই সঙ্গে এ দিন দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। তবে তাঁর দাবি, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে গরু পাচার অনেক কমে গিয়েছে। তবে তাঁর দাবি, সীমান্তবর্তী এলাকায় পুলিশের সঙ্গে সংযোগ রেখে গরু পাচার করা হয়, কিন্তু অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর অন্য পদ্ধতিতে পাচার চলছে বলে মন্তব্য করেছেন তিনি।