AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘১০০-র বেশি WBCS, ২০ জনের বেশি IAS সাহায্য করেছেন’, কেন বললেন শুভেন্দু?

Suvendu Adhikari:শুভেন্দু অধিকারী বলেন, "BLO-দের পরিবর্তন করার জন্য বলেছেন। কিন্তু তা পারবেন না। যা করছেন কমিশন রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না। আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না। মমতার প্রশাসন নির্বাচন কমিশনরে বুড়ো আঙুল দেখাচ্ছে।"

Suvendu Adhikari: '১০০-র বেশি WBCS, ২০ জনের বেশি IAS সাহায্য করেছেন', কেন বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 3:15 PM
Share

কলকাতা: রাজ্য প্রশাসনের একাংশ অফিসাররাই তাঁকে তথ্য দিয়ে সাহায্য করছেন। এসআইআর বিতর্কের মধ্যেই এবার বিস্ফোরক দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শতাধিক WBCS, IAS ২০ জন তাঁকে তথ্য দিয়েছেন। এই জন্য অফিসারদের ধন্যবাদ জানালেনও বিধানসভার বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী বলেন, “BLO-দের পরিবর্তন করার জন্য বলেছেন। কিন্তু তা পারবেন না। যা করছেন কমিশন রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না। আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না। মমতার প্রশাসন নির্বাচন কমিশনরে বুড়ো আঙুল দেখাচ্ছে।” এরপরই তিনি সংযোজন করেন, “ধন্যবাদ প্রশাসনের একাংশকে। ১০০-র বেশি WBCS, ২০ জনের বেশি IAS সাহায্য করছে।”

তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “তাহলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে তাঁর কাছ থেকে জানতে হবে বিষয়টি। যদি কোনও অফিসার এভাবে একটা সরকারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে তাহলে সেটা সামনে আসা উচিত। তদন্ত হওয়া উচিত।”

বিহারে SIR হওয়ার পর থেকেই এ রাজ্যেও এই নিয়ে জল্পনা বাড়ছে। আগামী অগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যে বিএলও-দের ট্রেনিং দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এসআইআর-এর জন্য় তৈরি রাখা হয়েছে আধিকারিকদের। এই নিয়ে মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, তাঁদের না জানিয়ে এই কাজ করা হচ্ছে। তিনি বলেছিলেন, “পশ্চিমবঙ্গ থেকে এক হাজার লোককে ট্রেনিংয়ের জন্য দিল্লি নিয়ে গিয়েছে। আমি জানতাম‌ই না‌‌। অনেক সময় ডিএম খেয়াল রাখছেন না। ডিএম-দের চোখ কান খুলে রাখতে হবে। আপনারা তো দেখছেন যাঁরা বাংলা যারা ভাষায় কথা বলছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে।” মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি একাংশ কর্মীদের সতর্ক থাকতে বলছেন, সেই সময় আবার শুভেন্দুর এই দাবি নিতান্তই আরও জল্পনা বাড়াচ্ছে।