AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘এটাই শেষ সুযোগ…’, রুদ্ধদ্বার বৈঠকে কাদের ‘পাঠ’ পড়ালেন শুভেন্দু?

Suvendu Adhikari: সুতরাং এটাই যে 'শেষ সুযোগ' তা দলের নেতা-কর্মীদের বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সর্বদলীয় বৈঠক। আর তারপর ঠিক একদিনের মাথায় শনিবার বিজেপির SIR প্রস্তুতি নিয়ে বিএলএ-দের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।

Suvendu Adhikari: 'এটাই শেষ সুযোগ...', রুদ্ধদ্বার বৈঠকে কাদের 'পাঠ' পড়ালেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারীImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 30, 2025 | 7:57 PM
Share

কলকাতা: বাংলায় SIR নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু একটা প্রস্তুতি যে চলছে, সেই নিয়ে কোনও দ্বিমত প্রকাশ করছে না রাজনৈতিক মহল। বুথ বৃদ্ধি, বিএলও নিয়োগ, AERO ও ERO নিয়োগ সবই যেন নির্বাচন ও নির্বাচন পূর্ববর্তী ভোটার সমীক্ষার প্রস্তুতির জন্য।

শাসকদলের সাফ কথা, বাংলায় তারা SIR হতে দেবে না। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট ভাষায় বলেছেন, রাজ্যে SIR হলে ১০ লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করা হবে। উল্টোদিকে বিজেপির কাছে ‘স্বাভাবিক’ নিয়মেই SIR হয়ে উঠেছে ‘ডিভিডেন্ডের’ জায়গা। তাদের প্রত্যাশা, ভোটার তালিকা থেকে ‘বেনো জল’ দূর করতে এটাই ‘ব্রহ্মাস্ত্র’।

সুতরাং এটাই যে ‘শেষ সুযোগ’ তা দলের নেতা-কর্মীদের বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সর্বদলীয় বৈঠক। আর তারপর ঠিক একদিনের মাথায় শনিবার বিজেপির SIR প্রস্তুতি নিয়ে বিএলএ-দের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সল্ট অফিসেই চলছিল রুদ্ধদ্বার বৈঠক। এসেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়ারা। এছাড়াও, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রায় ৭০০ জন নেতা-কর্মী।

সূত্রের খবর, জেলাস্তরের নেতা-কর্মীদের আগামী ৫ থেকে ৬ই সেপ্টেম্বরের মধ্যে বুথ সংক্রান্ত রিপোর্ট রাজ্য পর্যায়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সেই ভিত্তিতেই ৮ তারিখ রিপোর্ট পাঠানো হবে কমিশনের কাছে। এই বৈঠক থেকে শুভেন্দু নেতা-কর্মীদের বুঝিয়ে দিয়েছেন যে কাজে মন দিতে হবে। কারণ, ভোটার তালিকা থেকে ‘বেনো জল’ দূর করা এবং পরবর্তীতে স্বচ্ছ তালিকার ভিত্তিতে হওয়া নির্বাচনে জয় লাভের ‘এটাই শেষ সুযোগ’।