Suvendu Adhikari: মুখ্যসচিবের নামে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Dec 11, 2023 | 9:05 PM

Suvendu Adhikari: লোকসভা ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার এটাই শেষ পর্ব। অথচ সেখান থেকে সরিয়ে দুয়ারে সরকারের জন্য ব্যবহার করা হল বলে মত শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে যত বেশি সংখ্যক মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায়, তা নজরে রেখেই শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির।

Suvendu Adhikari: মুখ্যসচিবের নামে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলছে। শুভেন্দুর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা ব্লক ও গ্রামপঞ্চায়েত স্তরের অফিসারদের সেই দায়িত্ব থেকে সরিয়ে ‘দুয়ারে সরকার’ শিবিরে কাজে লাগানো হচ্ছে। ইচ্ছা করেই ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অফিসার কর্মীদের দুয়ারে সরকারের কাজে ব্যবহার করা হচ্ছে বলে দাবি বিরোধী দলনেতার।

সোমবার এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী নিজেই এ বিষয়ে জানিয়েছেন। লিখেছেন, ‘রাজ্যের মুখ্যসচিবের নামে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে আমি অভিযোগ জানিয়েছি। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। অথচ মুখ্যসচিব দুয়ারে সরকারের দিন ঘোষণা করেছেন। ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কাজ হবে।’

লোকসভা ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার এটাই শেষ পর্ব। অথচ সেখান থেকে সরিয়ে দুয়ারে সরকারের জন্য ব্যবহার করা হল বলে মত শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে যত বেশি সংখ্যক মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায়, তা নজরে রেখেই শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিবিধ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন সাধারণ মানুষ। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে পরিষেবা।

Next Article