Suvendu Adhikari: কোভিড ফান্ডে বাকিবুরের অনুদান? শুভেন্দুর প্রশ্নে জোর চর্চা

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Oct 29, 2023 | 8:01 PM

Ration Scam: ইতিমধ্যেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই রেশন বণ্টন মামলায় গ্রেফতারও হয়েছেন ইডির হাতে। বাকিবুরের সঙ্গে জ্য়োতিপ্রিয়র যোগ ছিল বলেই ইডি সূত্রে তথ্য উঠে আসছে। যদিও প্রথম দিন থেকে জ্যোতিপ্রিয় দাবি করে এসেছেন, তিনি বাকিবুরকে চেনেন না। তবে তদন্তে যত এগোচ্ছে, নানা তথ্য সামনে আসছে।

Follow Us

কলকাতা: রাজ্যের কোভিড তহবিলে বাকিবুর রহমানের অনুদান? প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কী জবাব দেবেন, প্রশ্ন বিরোধী দলনেতার। প্রশাসনের শীর্ষমহলের সঙ্গেও বাকিবুরের যোগের ইঙ্গিত শুভেন্দুর। আমলাদের নাম করে লেখেন বিধানসভার বিরোধী দলনেতা। এই বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু।

রেশন বণ্টন মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। তিনি রেশন ডিলার ছিলেন। একাধিক চালকল, আটাকলের মালিকানাও এই বাকিবুরের নামে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে নদিয়ায় থানায় তিনটি অভিযোগও দায়ের হয়েছিল। যদিও সে সময় কোনও অজানা কারণে তদন্ত এগোয়নি। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই মামলাই হাতে নিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই রেশন বণ্টন মামলায় গ্রেফতারও হয়েছেন ইডির হাতে। বাকিবুরের সঙ্গে জ্য়োতিপ্রিয়র যোগ ছিল বলেই ইডি সূত্রে তথ্য উঠে আসছে। যদিও প্রথম দিন থেকে জ্যোতিপ্রিয় দাবি করে এসেছেন, তিনি বাকিবুরকে চেনেন না। তবে তদন্তে যত এগোচ্ছে, নানা তথ্য সামনে আসছে। শেল কোম্পানি খোলা থেকে পরিবারের সদস্যদের নামে অ্যাকাউন্ট খুলে লেনদেন, তথ্য উঠে আসছে আরও। আর এ সবের মধ্যেই শুভেন্দু অধিকারীর এক্স বার্তা ঘিরে নতুন করে বিতর্ক শুরু। যদিও শুভেন্দুকে এদিন কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য খাদ্য স্লোগান দিয়েছিলেন। হারাধন শুভেন্দু কী বলছে তাতে কী যায় আসে?”

কলকাতা: রাজ্যের কোভিড তহবিলে বাকিবুর রহমানের অনুদান? প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কী জবাব দেবেন, প্রশ্ন বিরোধী দলনেতার। প্রশাসনের শীর্ষমহলের সঙ্গেও বাকিবুরের যোগের ইঙ্গিত শুভেন্দুর। আমলাদের নাম করে লেখেন বিধানসভার বিরোধী দলনেতা। এই বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু।

রেশন বণ্টন মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। তিনি রেশন ডিলার ছিলেন। একাধিক চালকল, আটাকলের মালিকানাও এই বাকিবুরের নামে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে নদিয়ায় থানায় তিনটি অভিযোগও দায়ের হয়েছিল। যদিও সে সময় কোনও অজানা কারণে তদন্ত এগোয়নি। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই মামলাই হাতে নিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই রেশন বণ্টন মামলায় গ্রেফতারও হয়েছেন ইডির হাতে। বাকিবুরের সঙ্গে জ্য়োতিপ্রিয়র যোগ ছিল বলেই ইডি সূত্রে তথ্য উঠে আসছে। যদিও প্রথম দিন থেকে জ্যোতিপ্রিয় দাবি করে এসেছেন, তিনি বাকিবুরকে চেনেন না। তবে তদন্তে যত এগোচ্ছে, নানা তথ্য সামনে আসছে। শেল কোম্পানি খোলা থেকে পরিবারের সদস্যদের নামে অ্যাকাউন্ট খুলে লেনদেন, তথ্য উঠে আসছে আরও। আর এ সবের মধ্যেই শুভেন্দু অধিকারীর এক্স বার্তা ঘিরে নতুন করে বিতর্ক শুরু। যদিও শুভেন্দুকে এদিন কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য খাদ্য স্লোগান দিয়েছিলেন। হারাধন শুভেন্দু কী বলছে তাতে কী যায় আসে?”

Next Article