Jyotipriya Mallick: হাসপাতালে ইডি আধিকারিক, ‘স্থিতিশীল’ বালু কি সোমবারই ইডির ঘরে?

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 29, 2023 | 8:30 PM

Jyotipriya Mallick: গত শুক্রবার কোর্টরুমে চেয়ার থেকে পড়ে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সংজ্ঞা হারান মন্ত্রী, বমিও করে ফেলেন। এরপরই আদালতের নির্দেশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে দফায় দফায় নানা শারীরিক পরীক্ষা করানো হয়েছে মন্ত্রীর। কোনও রিপোর্টই খুব খারাপ, এমন নয়। সবকিছুই মোটের উপর নিয়ন্ত্রণে বলে হাসপাতাল সূত্রে খবর।

Jyotipriya Mallick: হাসপাতালে ইডি আধিকারিক, স্থিতিশীল বালু কি সোমবারই ইডির ঘরে?
জ্যোতিপ্রিয় মল্লিক। ফাইল ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিককে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হল। ৩৭৪ নম্বর কেবিনে স্থানান্তর করা হল মন্ত্রীকে। সোমবার বেলা ৩টেয় বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। এরপরই সিদ্ধান্ত হবে রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে। গত ২৭ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যা শুনে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। এরপর থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বালু। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মস্তিষ্কের এমআরআই ও মেরুদণ্ডের পরীক্ষানিরীক্ষা হয়েছে। হাতে পায়ে কিছু সমস্যা পাওয়া গিয়েছে। তবে এখন স্থিতিশীল আছেন বালু। যেহেতু তিনি ডায়াবেটিসের রোগী। তাঁকে সাধারণ ডায়াবেটিক খাবারই দেওয়া হচ্ছে।

গত শুক্রবার কোর্টরুমে চেয়ার থেকে পড়ে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সংজ্ঞা হারান মন্ত্রী, বমিও করে ফেলেন। এরপরই আদালতের নির্দেশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে দফায় দফায় নানা শারীরিক পরীক্ষা করানো হয়েছে মন্ত্রীর। কোনও রিপোর্টই খুব খারাপ, এমন নয়। সবকিছুই মোটের উপর নিয়ন্ত্রণে বলে হাসপাতাল সূত্রে খবর।

তবে আজ রবিবার সকালে মন্ত্রী চিকিৎসকদের জানান, তিনি বাঁ হাতে জোর পাচ্ছেন না। এরপরই ডাক্তাররা আবার তাঁর এমআরআই করার সিদ্ধান্ত নেন। চেস্ট থেরাপিও করা হয়। উদ্বেগ কমানোর জন্য গতকাল রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে ঘুমের ওষুধও দেওয়া হয়েছিল।

এদিকে রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে ভর্তি থাকলেও ইডির নজরদারি একেবারেই শিথিল নয়। দফায় দফায় এদিন হাসপাতালে দেখা গিয়েছে ইডি আধিকারিকদের। মন্ত্রীর শারীরিক অবস্থার প্রত্যেক মুহূর্তের খবর তাঁরা রাখছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তাঁরা। রবিবার বিকেলের পরও এক ইডি আধিকারিক হাসপাতালে যান। আপাতত ১০ দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে মন্ত্রীকে। তাঁকে হাতে পেলে জেরাপর্ব শুরু করবে ইডি।

Next Article