শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যু তদন্ত: বিরোধী দলনেতার প্রাক্তন নিরাপত্তা কর্মীকে তলব

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 20, 2021 | 11:06 PM

Suvendu Adhikari's Ex body guard death case: নিরাপত্তায় থাকা এএসআই-সহ কাঁথি হাসপাীতালের কয়েকজন চিকিত্সককেও তলব করেছে সিআইডি।

শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যু তদন্ত: বিরোধী দলনেতার প্রাক্তন নিরাপত্তা কর্মীকে তলব
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু তদন্তে এবার তত্কালীন নিরাপত্তারক্ষীকে তলব করা হল। নিরাপত্তায় থাকা এএসআই-সহ কাঁথি হাসপাীতালের কয়েকজন চিকিত্সককেও তলব করেছে সিআইডি। সংগ্রহ করা হয়েছে হাসপাতালের রিপোর্টও।

শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তে অতি তত্পর সিআইডি। শুভব্রত ১১ জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল ৩.৫২ মিনিটে তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনেপৌঁছন তদন্তকারীরা। প্রতিনিধি দলে ছিলেন ৪ তদন্তকারী। পুলিশ লাইনে থাকা মোট ১১ জন শুভব্রতের তৎকালীন সহকর্মী। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি দলের প্রতিনিধিরা। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে টানা জিজ্ঞাসাবাদ। তবে তদন্তের স্বার্থে এখনই এ ব্যাপারে কিছু বলতে চান তিনি তাঁরা।

উল্লেখ্য, গত বুধবার শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে যান তদন্তকারীরা। বাড়ির উল্টোদিকে নিরাপত্তারক্ষীদের থাকার জায়গায় প্রথমে যান তাঁরা। সেখানে পৌঁছে মৃত্যুর দিন হাজির অন্যান্য নিরাপত্তরক্ষীদের সঙ্গে কথাবার্তা বলেন তদন্তকারীরা। পরে শুভেন্দু অধিকারীর বাড়িতেও যান তাঁরা। কথা বলেন দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও।

শুভব্রত চক্রবর্তী দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর দেহরক্ষী ছিলেন। ২০১৮ সালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার প্রেক্ষিতে শুভব্রতর তিন বছর পর তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই মৃত্যু রহস্যের কারণ উদঘাটন করার দাবিতে এফআইআর করেন।

অভিযোগ পত্রে তিনি লিখেছেন, ২০১৮ সালে যখন স্কুলে কর্মরত ছিলেন, তখন তিনি জানতে পারেন, তাঁর স্বামী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স পেতে দেরি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শুভব্রতর। এখানেই প্রশ্ন তুলেছেন তাঁর স্ত্রী। তাঁর প্রশ্ন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কি অ্যাম্বুলেন্স সেদিন দেরিতে এসেছিল?

সুপর্ণার বক্তব্য, তাঁর স্বামীর মৃত্যুর পর থেকেই একাধিক বিষয়ে সন্দেহ দানা বেঁধেছিল মনে। যেহেতু শুভেন্দু অধিকারী প্রভাবশালী মানুষ, তাই প্রথমেই তিনি মুখ খুলতে পারেননি। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি বদলেছে, তাই তিনি সাহস করে অভিযোগ দায়ের করেছেন। আরও পড়ুন: ‘ফ্লাইটে বোমা রয়েছে…’ মিলিটারি-সতর্কতায় রবির সকালে ভয়ঙ্কর কাণ্ড কলকাতা বিমানবন্দরে

Next Article