কলকাতা: স্বাস্থ্য সাথী প্রকল্পের বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা। যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা খারিজ হয়ে গিয়েছে। এই স্বাস্থ্য সাথী প্রকল্পকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করে একটি সংগঠন। এই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, এই ধরনের সরকারি প্রকল্পে আদালত এভাবে হস্তক্ষেপ করতে পারে না।
বেসরকারি সংগঠনের দায়ের করা এই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সাধারণ মানুষের নির্বাচিত সরকারের এটি একটি প্রকল্প। নির্বাচিত সরকার নিজস্ব বিবেচনায় এই ধরনের প্রকল্পের সূচনা করতেই পারে। সেখানে সরাসরি আদালত কখনই হস্তক্ষেপ করতে পারে না এই ধরনের প্রকল্পে। তাই আদালত এদিন এই মামলা খারিজ করে দেয়।
উল্লেখ্য এই প্রকল্পের আওতায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নগদহীন চিকিৎসা সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায়, প্রতি পরিবারে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করে রাজ্য সরকার। হাসপাতালে থাকাকালীন রোগীর সকল পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধ পথ্য বিনামূল্যে দেওয়া হয়। স্বাস্থ্য সাথী কার্ডের মেয়াদ ১ বছর এবং প্রতি বছর পুনরায় নবীকরণ করা যায়।