TET Exam: প্রাথমিক TET-এর জন্য তৈরি হচ্ছে নতুন সিলেবাস

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 20, 2022 | 10:44 PM

TET Exam: এ বছর টেটে মোট ৫ টি বিষয় কভার করা হবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, শিশু বিকাশ ও পরিবেশ। প্রত্যেক বিষয় থেকে ৩০ নম্বর করে প্রশ্ন থাকতে পারে।

TET Exam: প্রাথমিক TET-এর জন্য তৈরি হচ্ছে নতুন সিলেবাস
ডিসেম্বরে টেট। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা : পাঁচ বছর পর টেটের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রাজ্যে। আগামী ১১ ডিসেম্বর হবে সেই পরীক্ষা। এবছর নতুন সিলেবাসে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে  নতুন সিলেবাস তৈরি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এনসিটিই গাইডলাইন মেনে তৈরি হচ্ছে সিলেবাস। শীঘ্রই সেই সিলেবাস পরীক্ষার্থীদের সামনে আনা হবে।

পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টেটের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে দুর্গা পুজোর পর। ১৪ অক্টোবর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে নির্দিষ্ট পোর্টালে। সেই পোর্টালের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

জানা গিয়েছে, মোট ১৫০ নম্বরের হতে পারে টেট। এর মধ্যে যাঁরা ৬০ শতাংশ নম্বর পাবেন তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন। এর আগে টেট পরীক্ষায় মোট ৫ টি বিষয় কভার করা হয়েছে- বাংলা, ইংরেজি, অঙ্ক, শিশু বিকাশ ও পরিবেশ। এবারও সেই বিষয়গুলি থাকতে পারে বলেই অনুমান। প্রত্যেক বিষয় থেকে ৩০ নম্বর করে প্রশ্ন থাকতে পারে। ১ নম্বরের ১৫০ টা প্রশ্ন আসতে পারে।

এই টেট পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন চাকরি প্রার্থীরা। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বাড়ছিল শূন্যপদের সংখ্যা। পরীক্ষা হলে কিছু কর্মসংস্থানও বাড়বে। একদিকে যখন নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্য তোলপাড়, তখন এই নিয়োগ বেশ গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ২০১৪-র প্রাথমিক টেটের প্রার্থীরা আন্দোলন শুরু করেছেন পর্ষদের দফতরের সামনে। আমরণ অনশন করবেন বলে জানিয়েছেন তাঁরা। একবার পরীক্ষায় পাশ করা সত্ত্বেও ফের কেন ইন্টারভিউ দেওয়ার কথা বলা হল, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

Next Article